ভৈরব

প্লাস্টিক বর্জ্য অপসারণ করলেন প্রাণ-আরএফএল-এর আড়াইশ কর্মী

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি ভৈরব (কিশোরগঞ্জ)
প্রকাশিত: ০৭:২২ পিএম, ০৩ জুন ২০২৩

পরিবেশ দূষণকারী প্লাস্টিক বর্জ্য অপসারণ কর্মসূচি পালন করেছেন প্রাণ-আরএফএল গ্রুপ-এর অঙ্গপ্রতিষ্ঠান ময়মনসিংহ এগ্রো লিমিটেডের ভৈরব শাখার আড়াইশো কর্মকর্তা-কর্মচারী।

প্রাণ-আরএফএল-এর আয়োজনে দেশজুড়ে সিঙ্গেল ইউজ প্লাস্টিক বর্জ্য অপসারণ কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার (২ জুন) বিকেল ৪টার দিকে এ কর্মসূচি পালন করা হয়।

প্লাস্টিক বর্জ্য অপসারণ করলেন প্রাণ-আরএফএল-এর আড়াইশ কর্মী

এ উপলক্ষে পৌর শহরের কমলপুর এলাকায় অবস্থিত ময়মনসিংহ এগ্রো লিমিটেডের ভৈরব শাখা থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালি নিয়ে ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়ক প্রদক্ষিণ করে সরকারি হাজি আসমত কলেজ সংলগ্ন এলাকার সড়কের দুইপাশে থাকা অসংখ্য সিঙ্গেল ইউজ প্লাস্টিক ঘণ্টাব্যাপী অপসারণ করেন প্রাণ-আরএফএল-এর কর্মীরা।

প্লাস্টিক বর্জ্য অপসারণ করলেন প্রাণ-আরএফএল-এর আড়াইশ কর্মী

আরও পড়ুন: পরিবেশ সুরক্ষায় প্রাণ-আরএফএলের ‘সেভ দ্য প্ল্যানেট’ কর্মসূচি

বর্জ্য অপসারণ কর্মসূচিতে ময়মনসিংহ এগ্রো লিমিটেডের ভৈরব শাখার এজিএম মো. জসিম উদ্দিন, ম্যানেজার (অ্যাডমিন) মো. জাকির হোসেন, ইঞ্জিনিয়ার মো. আমিনুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। এসময় ফ্যাক্টরিতে কর্মরত ২৫৪ কর্মকর্তা-কর্মচারী এ কর্মসূচিতে অংশ নেন।

প্লাস্টিক বর্জ্য অপসারণ করলেন প্রাণ-আরএফএল-এর আড়াইশ কর্মী

ফ্যাক্টরির ম্যানেজার (অ্যাডমিন) মো. জাকির হোসেন বলেন, প্রাণ-আরএফএল গ্রুপ-এর দেশজুড়ে কর্মসূচি হিসেবে আমরা ভৈরব ফ্যাক্টরির আড়াইশ কর্মকর্তা-কর্মচারী একটি র‌্যালিতে অংশ নেই। র‌্যালি শেষে সড়কের দুইপাশে থাকা সিঙ্গেল ইউজ প্লাস্টিক বর্জ্য সংগ্রহ করেছি। সেগুলো পরবর্তীসময়ে রিসাইক্লিং করে পণ্য উৎপাদন করা হবে।

আরও পড়ুন: সড়কে পড়ে থাকা বর্জ্য পরিষ্কার করলেন প্রাণ-আরএফএল গ্রুপের কর্মীরা

ময়মনসিংহ এগ্রো লিমিটেডের ভৈরব শাখার এজিএম মো. জসিম উদ্দিন বলেন, আমাদের পরবর্তী প্রজন্মকে বাঁচানোর জন্য পরিবেশ রক্ষা করতে হবে। পরিবেশ রক্ষায় প্রাণ-আরএফএল গ্রুপ যে মহৎ উদ্যোগ নিয়েছে তাতে অংশ নিতে পেরে গর্ববোধ করছি।

রাজীবুল হাসান/এমআরআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।