নওগাঁয় গরুসহ ভারতীয় নাগরিক আটক


প্রকাশিত: ০৭:০৩ এএম, ১২ মার্চ ২০১৬
প্রতীকী ছবি

নওগাঁর সাপাহার সীমান্তে ৫টি গরুসহ রকিবুল (১৯) নামে এক ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি। শনিবার ভোরে উপজেলার বামনপাড়া সীমান্ত এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক রাকিবুল ভারতের দক্ষিণ দিনাজপুর জেলার তোহপন উপজেলার ছাত্রাহাটী গ্রামের সাইদুর মিয়ার ছেলে।

বিজিবি-১৪ পত্নীতলার মেজর ইকবাল আখতার জানান, ভোরে উপজেলার বামনপাড়া সীমান্তের ২৪৬ নম্বর মেইন পিলার এলাকা দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করে রাকিবুল। এসময় টহলরত বিজিবি সদস্যরা ৫টি গরুসহ তাকে আটক করে।

আটক রাকিবুলকে পতাকা বৈঠকের মাধ্যমে ফিরিয়ে দেওয়ার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

আব্বাস আলী/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।