নীলফামারীতে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেলো দুই শিশুর

নীলফামারী সদর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্টে লিমা আক্তার (৯) ও আরিফ হোসেন (৭) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে।
রোববার (৪ জুন) বেলা ১১টায় উপজেলার চড়াইখোলা পশ্চিম কুচিয়ারমোড় দোলাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
লিমা আক্তার ওই এলাকার এন্তাজুল ইসলামের মেয়ে এবং আরিফ হোসেন একই এলাকার এনামুল হকের ছেলে। তারা দুজন সম্পর্কে চাচাতো ভাই-বোন।
স্থানীয়রা জানান, লিমা ও আরিফ তাদের বাড়ির উঠানে খেলা করছিল। এসময় তাদের ঘরের ওপর দিয়ে যাওয়া বৈদ্যুতিক তার ছিঁড়ে ঘরটি বিদ্যুতায়িত হয়ে যায়। খেলার একপর্যায়ে ওই শিশুরা ঘরের বেড়া স্পর্শ করলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
চড়াইখোলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাসুম রেজা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বিদ্যুৎস্পৃষ্টে ওই দুই শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমেছে। অভিযোগ না থাকায় পুলিশ মরদেহ হস্তান্তর করেছে।
এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মোহাম্মদ শাহরিয়ার বলেন, পরিবারের কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর করা হয়েছে।
রাজু আহম্মেদ/এমআরআর/জেআইএম