পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি লালমনিরহাট
প্রকাশিত: ১১:৩৪ এএম, ০৫ জুন ২০২৩
ফাইল ছবি

লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে ইউসুফ আলী (২৫) নামের এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। সোমবার (৫ জুন) ভোরে উপজেলার কালিরহাট সীমান্তের মেইন পিলারের কাছে এ ঘটনা ঘটে।

ইউসুফ আলী উপজেলার জগতবেড় ইউনিয়নের মেসেরডাঙ্গা গ্রামের শাহ জামালের ছেলে।

পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক জানান, ভোরে ইউসুফ আলীসহ ১০ থেকে ১২ জনের একটি দল সীমান্ত পেরিয়ে ভারতের অভ্যন্তরে প্রবেশ করে গরু পারাপার করতে যান। এসময় কোচবিহার জেলার মেখলিগঞ্জ থানার ১৬৯ রানীনগর বিএসএফ ক্যাম্পের টহল দল তাদের লক্ষ্য করে গুলি ছুড়লে সেখানেই ইউসুফ আলীর মৃত্যু হয়। এসময় তার সঙ্গে থাকারা পালিয়ে যান। পরে বিএসএফের পাহারায় মেখলিগঞ্জ থানা পুলিশ মরদেহ উদ্ধার করে করে।

আরও পড়ুন: সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

পাটগ্রাম ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য গোলাম রাব্বানী প্রধান বলেন, মরদেহ ভারতীয় অংশে পড়ে থাকায় সেটি বিএসএফ নিয়ে গেছে।

এ বিষয়ে ৬১ বিজিবির তিস্তা-২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শেখ মুহাম্মদ মুসাহিদ মাসুম জাগো নিউজকে বলেন, আমি ছুটিতে রয়েছি। সীমান্তের বিষয়ে জানা নেই।

রবিউল হাসান/আরেএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।