যুবকের তাড়া খেয়ে নদীতে ঝাঁপ অতপর...


প্রকাশিত: ০৮:৩৫ এএম, ১২ মার্চ ২০১৬

যুবকের তাড়া খেয়ে বরিশাল নগরী সংলগ্ন শহীদ আব্দুর রব সেরনিয়াবাত সেতু (দপদপিয়া সেতু) থেকে কীর্তনখোলা নদীতে ঝাঁপিয়ে  নিঁখোজ হয়েছেন অজ্ঞাত এক তরুণী (২০)। শনিবার সকাল ১০ টায় ওই তরুণী নদীতে ঝাঁপিয়ে  পড়ে।

এ ঘটনার পর পরই ফায়ার সার্ভিসের ডুবুরি দল তরুণীকে উদ্ধারের জন্য ঘটনাস্থলসহ কীর্তনখোলার কয়েক কিলোমিটার এলাকা জুড়ে উদ্ধার অভিযান চালাচ্ছে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ওই তরুণীর সন্ধান মিলেনি।

উদ্ধার অভিযানে নেতৃত্ব দেয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক ফারুক হোসেন সিকদার ঘটনার প্রত্যক্ষদর্শী মনির হোসেনের বরাত দিয়ে জানান, সকাল ১০টার দিকে আনুমানিক ২০ বছর বয়সী এক তরুণী সেতুর ওপর দিয়ে দৌঁড়াচ্ছিল। ওই তরুণীকে পেছন থেকে তাড়া করছিল মোটরসাইকেল আরোহী এক যুবক। মোটরসাইকেলে ধাওয়া করে ধরার আগেই তরুণী সেতুর রেলিংয়ের ওপর উঠে কীর্তনখোলায় লাফ দেয়। সেতুর ওপর দিয়ে হেঁটে যাওয়া মনির পুরো ঘটনাটি প্রত্যক্ষ করেন। এ ঘটনা দেখে সেতুর ওপর দিয়ে যাতায়াতকারী আরও কয়েকজন পথচারী সেখানে ভিড় করেন। ভিড়ের মধ্যে যুবক মোটরসাইকেলসহ পালিয়ে যায়। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবুরি দল কীর্তনখোলায় উদ্ধার অভিযান শুরু করে।

সাইফ আমীন/এসএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।