ঠাকুরগাঁওয়ে মুমূর্ষু এক মায়ের পাশে দাঁড়াল তরুণ-তরুণীরা


প্রকাশিত: ০৮:৫৭ এএম, ১২ মার্চ ২০১৬

ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়া গ্রামের শাহীনা বেগম ব্রেস্ট ক্যানসারে ভুগছেন। তিনি বর্তমানে জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউটে বিশেষজ্ঞ ডাক্তারের তত্ত্বাবধানে আছেন।

ডাক্তার জানিয়েছেন, রোগীকে ক্যান্সারের আরও ৩টি কেমোথেরাপি ও একটি রেডিও থেরাপি দিতে হবে। তাহলে কিছুটা আশঙ্কামুক্ত হবেন। বর্তমানে চিকিৎসাসহ মোট ব্যয় হবে প্রায় ৩ লাখ টাকা।

thakurgaon

স্বামী মোশারফ হোসেন পুরাতন কাপড় সেলাই করে কোন মতো সংসার চালায়। পাচঁ সন্তানের জনক তিনি। তার পক্ষে এতো টাকা যোগাড় করা আকাশের তারা ছোঁয়ার মতো অসম্ভব।
 
এ বিষয়টি জানতে পেরে স্থানীয় উদ্যোগ নামের একটি সেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা নিজ দায়িত্বে মুমূর্ষু মায়ের চিকিৎসার জন্য জেলার স্কুল, কলেজ, মাদরাসাসহ বিভিন্ন প্রতিষ্ঠানে টাকা আদায় করছেন।

mumurso

সেচ্ছাসেবী সংগঠনের এক সদস্য বলেন, আমরা সবার কাছে টাকা আদায়ের জন্য যাচ্ছি। কিন্তু তেমন কোন গুরুত্ব দিচ্ছে না আমাদের। যদি দেশের বিত্তবানসহ সকল পর্যায়ের মানুষ আমাদের সহযোগিতার হাত বাড়িয়ে দেয় তাহলে আমরা এই মুমূর্ষু মায়ের কিছুটা হলেও সাহায্য করতে পারবো।

রবিউল এহসান রিপন/এসএস/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।