সাবেক কাউন্সিলর হত্যা
আদালতে জামিন চাইতে গিয়ে কারাগারে পৌর মেয়র

সাবেক ওয়ার্ড কাউন্সিলর ও স্বেচ্ছাসেবক লীগ নেতা খাইরুল আলম জেম (৫০) হত্যা মামলার প্রধান আসামি চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সদস্য মো. মোখলেসুর রহমানকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
মঙ্গলবার (৬ জুন) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-২ এ জামিন আবেদন করলে বিচারক নির্মলেন্দু দাশ এ আদেশ দেন।
আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট নাজমুল আজম টিপু জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেন।
আরও পড়ুন: সাবেক কাউন্সিলর হত্যা, পৌর মেয়রসহ ৪৮ জনের বিরুদ্ধে মামলা
তিনি জানান, জেম হত্যা মামলার মোট ৪৮ আসামি। এদের মধ্যে ৩৪ আসামি উচ্চ আদালতে চার সপ্তাহের জামিন নিয়েছিল। আজ উচ্চ আদালতে ফের জামিন আবেদন করেন চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মেয়র মোখলেসুর রহমান। আদালত তার আবেদন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
১৯ এপ্রিল সন্ধ্যায় চাঁপাইনবাবগঞ্জ পৌর শহরের উদয়ন মোড় এলাকায় শিবগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর ও জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা খাইরুল আলম জেমকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করে সন্ত্রাসীরা। হত্যার সঠিক বিচার দাবিতে মরদেহ নিয়ে বিক্ষোভ মিছিল ও মহাসড়ক অবরোধ করেন স্বজনরা।
আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জে সাবেক ওয়ার্ড কাউন্সিলরকে কুপিয়ে হত্যা
হত্যাকাণ্ডের তিন দিন পর ২২ এপ্রিল দিনগত রাত ২টার দিকে খাইরুল আলম জেমের বড়ভাই মনিরুল ইসলাম বাদী হয়ে সদর মডেল থানায় চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মেয়র, দুই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ ৪৮ জনকে আসামি করে মামলা করেন।
সোহান মাহমুদ/এসজে/এমএস