ঘুস নেওয়ার ঘটনায় সেই ভূমি কর্মকর্তাকে ‘স্ট্যান্ড রিলিজ’

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নোয়াখালী
প্রকাশিত: ০৯:৩৩ পিএম, ০৬ জুন ২০২৩

নোয়াখালীর কোম্পানীগঞ্জে ঘুস নেওয়ার ভিডিও ভাইরাল হওয়া ভূমি কর্মকর্তা সামছুল হককে ‘স্ট্যান্ড রিলিজ’ করেছে কর্তৃপক্ষ। মঙ্গলবার (৬ জুন) এক আদেশে তাকে ভোলার লালমোহনে তাৎক্ষণিক বদলির আদেশ দিয়েছে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর।

অধিদপ্তরের (সংস্থাপন-১ শাখা) উপ-পরিচালক (প্রশাসন) শেখ মুর্শিদুল ইসলামের সই করা চিঠিতে বলা হয়েছে, নোয়াখালী জোনের নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা সেটেলমেন্ট অফিসের উপ-সহকারী সেটেলমেন্ট কর্মকর্তা মো. সামছুল হককে বরিশাল জোনের ভোলার লালমোহন উপজেলা সেটেলমেন্ট অফিসের উপ-সহকারী সেটেলমেন্ট কর্মকর্তার শূন্য পদে নির্দেশক্রমে বদলি করা হলো।

এদিকে বদলির আদেশ প্রাপ্তির পরও অভিযুক্ত ভূমি জরিপ কর্মকর্তা মো. সামছুল হক চরহাজারী ইউনিয়ন পরিষদের কার্যালয়ে সপদে বহাল থেকে মামলার শুনানি করছেন বলে অভিযোগ উঠেছে। দুপুরে সরেজমিনে অভিযোগের সত্যতাও পাওয়া যায়।

আরও পড়ুন: কোম্পানীগঞ্জে ডিজিটাল ভূমি জরিপে ঘুস বাণিজ্য, ভিডিও ফাঁস

জানতে চাইলে নোয়াখালী জোনাল সেটেলমেন্ট কর্মকর্তা ড. মো. সাাইফুল আলম জাগো নিউজকে বলেন, এ বিষয়ে আমার কিছু করার নাই। উপজেলা সহকারী সেটেলমেন্ট কর্মকর্তাকে বলুন, অথবা দুদককে (দুর্নীতি দমন কমিশন) জানান।

এ বিষয়ে উপজেলা সহকারী সেটেলমেন্ট কর্মকর্তা আবদুল হাই গাজি জাগো নিউজকে বলেন, উনাকে স্ট্যান্ড রিলিজ করা হয়েছে। সকালে আমাকে জানিয়েছেন তিনি অসুস্থ। এখন আপনাদের থেকে জানলাম তিনি অফিস করছেন। আমি তাকে এখনি অফিসে এসে রিলিজ নিতে নির্দেশ দিচ্ছি।

তবে চরহাজারী ক্যাম্পের উপ-সহকারী সেটেলমেন্ট কর্মকর্তা রাখাল চন্দ্র দাস অভিযুক্ত সামছুল হককে কর্মস্থল থেকে রিলিজ দেওয়া হয়েছে বলে জাগো নিউজকে নিশ্চিত করেছেন।

এর আগে সোমবার জরিপ কর্মকর্তা সামছুল হক চরহাজারী ইউনিয়নের নুরুল আলম চাষির কাছ থেকে এক লাখ টাকা ঘুস নেওয়ার একটি ভিডিও ভাইরাল হয়। এ নিয়ে জাগোনিউজ২৪.কম-এ ‘কোম্পানীগঞ্জে ডিজিটাল ভূমি জরিপে ঘুস বাণিজ্য, ভিডিও ফাঁস’ শীর্ষক সংবাদ প্রকাশিত হয়।

ইকবাল হোসেন মজনু/এসজে/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।