২ বাংলাদেশিকে বিএসএফের গুলি: পতাকা বৈঠকে বিজিবির কড়া প্রতিবাদ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশিত: ০৯:৪৩ পিএম, ০৬ জুন ২০২৩
বিজিবি-বিএসএফ অধিনায়ক পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়

ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দুই বাংলাদেশি আহত হওয়ার ঘটনায় কড়া প্রতিবাদ জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার (৬ জুন) বিকেল ৫টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত কসবার গোপীনাথপুর ইউনিয়নের ধজনগর সীমান্তে অনুষ্ঠিত পতাকা বৈঠকে এ প্রতিবাদ জানানো হয়।

বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন বিজিবি ৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আশিক হাসান উল্লাহ ও বিএসএফের পক্ষে নেতৃত্বে ছিলেন ৪২ বিএসএফ ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক কল্যাণ সিং নেগি।

আরও পড়ুন: কসবা সীমান্তে বিএসএফের আচমকা গুলি, দুই বাংলাদেশি আহত 

পতাকা বৈঠক শেষে বিজিবি ৬০ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তি পাঠায়। এতে বলা হয়, মঙ্গলবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে ভারতীয় ৪২ বিএসএফের রায়েরমোড়া ক্যাম্পের পাঁচ সদস্য আড়াআড়িভাবে বাংলাদেশের মধ্যদিয়ে সীমান্ত অতিক্রম করছিল। এ সময় বাংলাদেশি দুই যুবক মো. ইকবাল ভূঁইয়া এবং মো. আরজন আলী বিএসএফকে বাংলাদেশের ভেতর প্রবেশের বিষয়ে জানতে চায়। এতে বিএসএফের টহল দল ক্ষুব্ধ হয়ে তাদের লক্ষ্য করে এক রাউন্ড রাবার গুলি ছুড়ে। এতে বাংলাদেশি দুই যুবক আহত হন। বর্তমানে তারা ব্রাহ্মণবাড়িয়ার কসবা থানা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

এ ঘটনায় বিজিবি অধিনায়ক পর্যায়ে বিএসএফের সঙ্গে পতাকা বৈঠকের আহ্বান জানায়। বিকেলে দুই সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে অধিনায়ক পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। পতাকা বৈঠকে বিজিবি গুলির ঘটনার জোরালো প্রতিবাদ জানায়। প্রত্তুত্তরে, বিএসএফ অধিনায়ক দ্রুত তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থার আশ্বাস দেন। এ ঘটনার ব্যাপারে লিখিতভাবেও কূটনৈতিক জোর প্রতিবাদলিপি পাঠানো হচ্ছে।

আবুল হাসনাত মো. রাফি/এসজে

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।