কুড়িগ্রাম

তীব্র গরমে দুই শিক্ষার্থী হাসপাতালে

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুড়িগ্রাম
প্রকাশিত: ০৩:৫২ পিএম, ০৭ জুন ২০২৩

কুড়িগ্রামের ফুলবাড়িতে পরীক্ষা চলাকালীন গরমে অসুস্থ হয়ে দুই শিক্ষার্থী হাসপাতালে ভর্তি হয়েছে। বুধবার (৭ জুন) দুপুরে উপজেলার উত্তর রাবাইতারি উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

শিক্ষার্থীরা হলো মো. হাসান আলী ও মোছা. হেলেনা। তাদের দুজনের বাড়ি উত্তর রাবাইতারির বটতলা গ্রামে।

আরও পড়ুন: গরমে আরও ২১ শিক্ষার্থী হাসপাতালে 

ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষক সফিকুল ইসলাম সফিক জানান, সকালে নবম শ্রেণির ইংরেজি পরীক্ষা চলছিল। এসময় কিছু সময়ের জন্য বিদ্যুৎ চলে যায়। ফলে ওই পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের মধ্যে হেলেনা অসুস্থ হয়ে পড়ে। এসময় তাকে নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। কিছুক্ষণ পর ওই শ্রেণির আরেক শিক্ষার্থী হাসান আলী পরীক্ষা শেষে বাড়ি ফেরার পর অসুস্থ হয়ে পড়ে। তাকেও স্বজনরা নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।

হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক মোহাম্মদ ইফতেখার উল ইসলাম জানান, অতিরিক্ত গরমের পাশাপাশি পরীক্ষার চাপ থাকায় মানসিক ও শারীরিকভাবে তারা অসুস্থ হয়ে পড়ে। আমরা সার্বক্ষণিক তাদের খোঁজ রাখছি।

ফজলুল করিম ফারাজী/আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।