লক্ষ্মীপুরে সনদ জালিয়াতির অভিযোগে দুই যুবক গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি লক্ষ্মীপুর
প্রকাশিত: ০৪:৫৪ পিএম, ০৭ জুন ২০২৩

লক্ষ্মীপুরের রামগঞ্জে চেয়ারম্যান সার্টিফিকেটসহ বিভিন্ন সনদ জালিয়াতি চক্রের সদস্য মো. রাসেল ও আরিফ হোসেন নামে দু যুবককে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (৭ জুন) দুপুরে তাদের কারাগারে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক।

এর আগে মঙ্গলবার (৬ জুন) রাতে উপজেলার দরবেশপুর ইউনিয়নের মাঝিরগাঁও ফকির মোহাম্মদ মিঝি বাড়ি থেকে তাদের আটক করা হয়। পরে তাদের পুলিশে দেওয়া হয়। তাদের কাছ থেকে তিনটি ল্যাপটপ, প্রিন্টার মেশিন ও বিভিন্ন ধরণের কাগজপত্র জব্দ করা হয়েছে।

গ্রেফতার রাসেল মাঝিরগাঁও গ্রামের খোরশেদ আলমের ছেলে ও আরিফ স্থানীয় তাহেরপুর এলাকার এতিম আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, রাসেল ও আরিফ কয়েক বছর ধরে উপজেলার লামচর, দরবেশপুর ও করপাড়া ইউনিয়ন পরিষদের প্যাড নকল করে বিভিন্ন সনদ দিয়ে জালিয়াতি করে আসছেন। তাদের কাছ থেকে নেওয়া চেয়ারম্যান সার্টিফিকেট, বিধবা ভাতা, বয়স্ক ভাতা ও ওয়ারিস সনদ নিয়ে মানুষজন প্রতারণার শিকার হয়ে আসছিলেন। তারা দুজন সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সচিবের সি-স্বাক্ষর নকল করে অবৈধভাবে বিভিন্ন ধরণের অপকর্মে করছেন। এভাবে জালিয়াতি করে তারা লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন। ঘটনাটি চেয়ারম্যানরা জানতে পেরে রাসেল ও আরিফকে আটক করে। পরে তাদের উপজেলার মোহাম্মদীয়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (পরিদর্শক) মমিনুল হকের কাছে সৌপর্দ করেন।

jagonews24

আরও পড়ুন: জন্ম-মৃত্যু সনদ জালিয়াতি: দালালকে পাঠানো হলো জেলে 

লামচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফয়েজ উল্যাহ জিসান পাটোয়ারী, করপাড়া ইউপি চেয়ারম্যান জাহিদুল ইসলাম ও দরবেশপুর ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান ঐক্যবদ্ধ হয়ে ওই দুই যুবককে আটক করেছেন।

দরবেশপুর ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান বলেন, কয়েক বছর ধরে রাসেল ও আরিফ অসদুপায় অবলম্বন করে মানুষকে প্রতারিত করে আসছে। তাদের হাতেনাতে ধরে পুলিশে সৌপর্দ করা হয়।

লামচর ইউপি চেয়ারম্যান ফয়েজ উল্যাহ জিসান পাটোয়ারী জানান, দুই প্রতারকের বিরুদ্ধে মামলা করেছি। জাল সনদ ও বিভিন্ন ভাতা পাইয়ে দেওয়ার নামে তারা মানুষকে হয়রানি করে আসছে। ভবিষ্যতে যেন এ ধরণের প্রতারণা কেউ করতে না পারে সেজন্য তাদের উপযুক্ত বিচার হওয়া প্রয়োজন।

রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক বলেন, আটক রাসেল ও আরিফের বিরুদ্ধে ইউপি চেয়ারম্যান জিসান বাদী হয়ে মামলা করেছেন। তাদের ওই মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে সৌপর্দ করা হয়। আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে।

কাজল কায়েস/আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।