মাধ্যমিকে দেশসেরা শিক্ষক ভোলার নাহার
এবছর জাতীয় শিক্ষা সপ্তাহে মাধ্যমিক পর্যায়ে দেশসেরা শ্রেষ্ঠ শ্রেণিশিক্ষক নির্বাচিত হয়েছেন ভোলার হোসনে আরা নাহার। তিনি ভোলার লালমোহন উপজেলার লালমোহন সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। তার প্রতিদ্বন্দ্বী হিসেবে ছিলেন দেশের আট বিভাগে আটজন এবং ঢাকা মহানগরীর একজন শিক্ষক।
এর আগে তিনি উপজেলা, জেলা ও বিভাগে মাধ্যমিক পর্যায়ের শ্রেষ্ঠ শ্রেণিশিক্ষক নির্বাচিত হন।
হোসনে আরা নাহার জানান, বাচাই কমিটি তার শিক্ষাগত যোগ্যতা, শিক্ষকতার অভিজ্ঞতা, বিষয়ভিত্তিক জ্ঞান ও নিষ্ঠা, সৃজনশীল প্রশ্নপত্র তৈরির দক্ষতা, সহযোগিতার প্রবণতা, চারিত্রিক দৃঢ়তা ও সততা, শৃঙ্খলাবোধ, পেশাগত গবেষণামূলক সৃজনশীল প্রকাশনাসহ নানাবিধ বিষয়ের ওপর বিবেচনা করে তাকে দেশসেরা শ্রেষ্ঠ শ্রেণিশিক্ষক হিসেবে ঘোষণা করেছে।
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে মঙ্গলবার (৬ জুন) হোসনে আরা নাহারকে মাধ্যমিক পর্যায়ের দেশসেরা শ্রেষ্ঠ শ্রেণিশিক্ষক নির্বাচিত করা হয়।
তিনি বলেন, জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেণিশিক্ষক নির্বাচিত হয়ে আমি আনন্দিত। কারণ এতে নিজের যোগ্যতা প্রমাণ করতে পেরেছি। এর মাধ্যমে সারাদেশের কাছে ভোলা জেলার সুনাম অক্ষুণ্ন রেখেছি।
জুয়েল সাহা বিকাশ/এফএ/জিকেএস