তীব্র গরমের পর পিরোজপুরে স্বস্তির বৃষ্টি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পিরোজপুর
প্রকাশিত: ০২:৩৬ পিএম, ০৮ জুন ২০২৩

 

দীর্ঘদিনের তীব্র তাপপ্রবাহের পর পিরোজপুরে স্বস্তির বৃষ্টি নেমেছে। বৃহস্পতিবার (৮ জুন) সকাল থেকে শুরু হয় বৃষ্টি। তাপমাত্রার সঙ্গে অনেকটা কমেছে গরমও।

ভ্যানচালক আজিজুর রহমান বলেন, কয়েকদিনের গরমে বাড়ি থেকে বের হতে পারতাম না। খুবই কষ্টে ছিলাম। সকাল থেকে বৃষ্টি হচ্ছ। পরিবেশটা কিছুটা ঠান্ডা হয়েছে। আর কিছু না হলেও গরম তো কমেছে।

ব্যবসায়ী হাকিম ব্যাপারী বলেন, কয়েক দিনের কাঠফাটা গরমে দৈনন্দিন কাজকর্ম করা অসম্ভব হয়ে পড়েছিল। সকাল থেকে যে বৃষ্টি হচ্ছে তাতে গরম কমে বর্তমানে একটু ঠান্ডা লাগছে।

পথচারী জাবের আপন বলেন, সকাল থেকে বৃষ্টির কারণে পরিবেশটা অনেক ঠান্ডা হয়েছে। আমরা নিত্যদিনের কাজকর্মে স্বস্তিবোধ করছি।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. নজরুল ইসলাম সিকদার জাগো নিউজকে বলেন, কয়েকদিনের গরমে কৃষি ও কৃষকদের অবস্থা নাজেহাল হয়ে ওঠে। সকাল থেকে যে বৃষ্টি হচ্ছে আশা করছি সবার স্বস্তি ও শান্তির হবে।

এসজে/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।