অনিয়মের সত্যতা মিলেছে, শিক্ষকের বেতন-ভাতা স্থগিতের নোটিশ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাইবান্ধা
প্রকাশিত: ১২:৪১ পিএম, ০৯ জুন ২০২৩

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় আবু হোসেন মন্ডল নামের এক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগের সত্যতা মেলায় বেতন-ভাতা স্থগিতের নোটিশ জারি করেছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর।

বৃহস্পতিবার (৮ জুন) সন্ধ্যায় সাল্লাপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আবুল হোসেন জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন। অভিযুক্ত আবু হোসেন মন্ডল উপজেলার কান্তনগর বিনয় ভূষণ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক।

কান্তনগর বিনয় ভূষণ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের দাতা সদস্য নাছিরুল ইসলাম মন্ডলের অভিযোগের প্রেক্ষিতে প্রথম দফায় ১০ মে জবাব চাওয়া হয়। অভিযুক্ত ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবু হোসেন মন্ডল ওই জবাব দাখিল করেননি। পরে ৪ জুন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের ঢাকার শিক্ষা কর্মকর্তা (মাধ্যমিক-১) মিজানুর রহমানের সই করা দ্বিতীয় দফায় নোটিশ জারি করা হয়।

অভিযোগ সূত্রে জানা যায়, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবু হোসেন মন্ডল তার সীমাহীন দুর্নীতি ও অপকর্ম ধামা চাপা দেওয়ার জন্য গত বছরের ১৮ জুলাই নির্বাচনের প্রিসাইডিং কর্মকর্তাকে মোটা অংকের উৎকোচের বিনিময়ে প্রভাবিত করে নিজ পছন্দের ব্যক্তি দ্বারা নিয়মিত বিদ্যালয় পরিচালনা কমিটি গঠন করেন। ভুয়া কমিটির তালিকা প্রকাশিত হওয়ার পর বিদ্যালয়ের অন্য দাতা, শিক্ষক, অভিভাবক ও সুধিজনদের নিয়ে একটি প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

জারি হওয়া নোটিশে জানা যায়, অভিযোগের তদন্ত প্রতিবেদনের সুপারিশে তদন্ত কর্মকর্তা উল্লেখ করেন, বিদ্যালয়টির সুষ্ঠু পরিচালনা, লেখাপড়া স্বাভাবিক পরিবেশ এবং এলাকার আইনশৃঙ্খল স্বাভাবিক রাখতে দুর্নীতি পরায়ন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বেতন-ভাতা স্থগিতসহ সাময়িক বরখাস্তের সুপারিশ করা হলো। এছাড়াও প্রিজাইডিং কর্মকর্তা দায়িত্ব অবহেলার কারণে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হলো।

তদন্ত কর্মকর্তার প্রতিবেদন অনুযায়ী কেন আবু হোসেন মন্ডলের বেতন-ভাতা স্থগিত করা হবে না, এ বিষয়ে পত্র পাওয়ার সাত কর্মদিবসের মধ্যে জবাব পাঠাতে নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু অদ্যাবদি কোনো জবার পাওয়া যায়নি। এমতাবস্থায় তদন্ত কর্মকর্তার প্রতিবেদন অনুযায়ী কেন আবু হোসেন মন্ডলের বেতন-ভাতা বিধি মোতাবেক স্থগিত করা হবে না, এ বিষয়ে পত্র পাওয়ার তিন কর্মদিবসের মধ্য জবাব পাঠানোর নির্দেশ দেওয়া হয়।

এ বিষয়ে কান্তনগর বিনয় ভূষণ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবু হোসেন মন্ডলের মোবাইল ফোনে বার বার কল দিলেও বন্ধ পাওয়া যায়।

সাল্লাপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আবুল হোসেন জাগো নিউজকে বলেন, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবু হোসেন মন্ডলের বিরুদ্ধে আনিত অনিয়ম-দুর্নীতির অভিযোগের বিষয়গুলো সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ক্ষতিয়ে দেখছে। এরই মধ্যে কেন তার বেতন-ভাতা স্থগিত করা হবে না, এ বিষয়ে নোটিশ জারি করা হয়েছে।

শামীম সরকার শাহীন/এসজে/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।