বঙ্গবন্ধু সেতু মহাসড়কের ১৪ কিলোমিটার যানবাহনের ধীরগতি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি টাঙ্গাইল
প্রকাশিত: ০২:২৫ পিএম, ১০ জুন ২০২৩
জট খুললেও ধীরগতিতে চলছে যানবাহন

ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের সেতু পূর্ব থেকে এলেঙ্গা পর্যন্ত ১৪ কিলোমিটার এলাকায় ধীরগতিতে যান চলাচল করছে। এতে বিপাকে পড়েছেন যাত্রী ও পরিবহন চালকরা।

শনিবার (১০ জুন) ভোর থেকে অতিরিক্ত যানবাহনের চাপ ও সড়ক দুর্ঘটনায় যানজটের সৃষ্টি হয়। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে জট ছাড়লেও ধীরগতিতে চলছে যানবাহন।

jagonews24

এলেঙ্গা হাইওয়ে পুলিশের ইনচার্জ জাহিদ হাসান জাগো নিউজকে বলেন, শুক্রবার দিনগত রাত ১টার দিকে মহাসড়কের কামাক্ষা মোড় এলাকায় একটি পিকআপ উল্টে যায়। সেই পিকআপ ভ্যানটি সরাতে প্রায় এক ঘণ্টার মতো সময় লাগে। এছাড়া মহাসড়কে অতিরিক্ত যানবাহনের চাপ বেড়ে যানজটের সৃষ্টি হয়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে জট কমলেও মহাসড়কে যানবাহনের ধীরগতি আছে। যান চলাচল স্বাভাবিক করতে আমরা সড়কে দায়িত্বপালন করছি।

আরিফ উর রহমান টগর/এসজে/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।