এবারও সংকট কাটিয়ে উঠবেন প্রধানমন্ত্রী: পলক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ভোলা
প্রকাশিত: ০৪:৫০ পিএম, ১০ জুন ২০২৩

মহামারি করোনার কারণে সংকটের মধ্যে কেটে গেছে দুটি বছর। অন্যদিকে রাশিয়া ও ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্বে তেল, গ্যাস ও খাদ্যদ্রব্যের মূল্যবৃদ্ধি পেয়েছে। যার প্রভাব পড়েছে বাংলাদেশেও। তবে প্রধানমন্ত্রী অতীতের সব সংকটের মতো এই সংকটও কাটিয়ে উঠবেন বলে মন্তব্য করেছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

শনিবার (১০ জুন) দুপুরে ভোলার লালমোহন উপজেলা পরিষদ অডিটোরিয়ামে স্মার্ট কর্মসংস্থান মেলা উদ্ধোধন ও স্মার্ট নারী উদ্যোক্তাদের মাঝে চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় প্রতিমন্ত্রী আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে শেখ হাসিনার উন্নয়ন ও সুশাসনের ওপর আস্তা রেখে আবারও নৌকা মার্কায় ভোট দিয়ে বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশ এবং লালমোহন ও তজুমদ্দিনকে স্মার্ট উপজেলা বিনির্মাণের সুযোগ করে দেওয়ার আহ্বান জানান।

Zunaid-Ahmed-Palak2.jpg

আরও পড়ুন: বরিশালের তালের শাঁসের কদর বেড়েছে দিনাজপুরে

অনুষ্ঠানে ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যতবার ক্ষমতায় এসেছেন ততবারই দেশের ব্যাপক উন্নয়ন হয়েছে। আর প্রধানমন্ত্রীর দক্ষ নেতৃত্বে উন্নয়নের দিকে আরও এগিয়ে যাচ্ছি।

ভোলা জেলা প্রশাসক তৌফিক ই-লাহু চৌধুরীর সভাপতিত্বে এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ভোলা পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম।

অনুষ্ঠান শেষে ভোলা-৩ আসনের ২০ জন ও ভোলা-৪ আসনে ১০ স্মার্ট নারী উদ্যোক্তার মাঝে ৫০ হাজার টাকার করে চেক বিতরণ করা হয়।

জুয়েল সাহা বিকাশ/জেএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।