কুড়িগ্রামে বিচারপ্রার্থীদের জন্য নির্মিত বিশ্রামাগার উদ্বোধন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুড়িগ্রাম
প্রকাশিত: ০৫:৪২ পিএম, ১০ জুন ২০২৩

কুড়িগ্রামে আদালত প্রাঙ্গণে আসা বিচারপ্রার্থীদের জন্য নির্মিত বিশ্রামাগার ন্যায়কুঞ্জের উদ্বোধন করা হয়েছে।

শনিবার (১০ জুন) দুপুরে কুড়িগ্রাম জেলা ও দায়রা জজ আদালত চত্বরে ন্যায়কুঞ্জের উদ্বোধন করেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট, হাইকোর্ট বিভাগের বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমান।

এসময় উপস্থিত ছিলেন কুড়িগ্রামের জেলা ও দায়রা জজ মো. আলমগীর কবির, জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরিফ, পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম, পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট এস.এম আব্রাহাম লিংকন প্রমুখ।

আরও পড়ুন: তীব্র গরমে দুই শিক্ষার্থী হাসপাতালে

হাইকোর্ট বিভাগের বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমান বলেন, বিচারিক সব কার্যে সবারই দায়িত্ব কর্তব্যে আরও গতিশীলতার প্রয়োজন। কোনো বিচার প্রার্থী যাতে হয়রানির শিকার না হয় কিংবা বিচার কাজে ধীরগতির কারণ না হয় সেদিকটা খেয়াল রাখার দায়িত্ব আপনাদেরই।

পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট এস.এম আব্রাহাম লিংকন বলেন, কুড়িগ্রাম আদালত চত্বরে ন্যায়কুঞ্জ বিশ্রামাগারটি করা খুবই ভালো হয়েছে। দুর দূরান্ত থেকে আসা বিচারপ্রার্থীরা আদলতে যত্রতত্র না ঘুরে নির্দিষ্ট একটি স্থানে সময় কাটাতে পারবে।

আরও পড়ুন: কুড়িগ্রামে শ্রমজীবীদের পিপাসা মেটাতে লেবুপানি বিতরণ

উদ্বোধন শেষে তিনি কুড়িগ্রাম জেলা ও দায়রা জজ আদালত কনফারেন্স কক্ষে কুড়িগ্রামে কর্মরত বিচার বিভাগীয় কর্মকর্তাদের সঙ্গে বিভিন্ন আদালতে বিচারাধীন মামলা সমূহ, বিশেষ করে পুরাতন দেওয়ানী ও ফৌজদারি মামলা সমূহ অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত নিষ্পত্তির জন্য মতবিনিময় সভায় অংশ নেন।

ফজলুল করিম ফারাজী/জেএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।