পাকুন্দিয়ায় যুবদল নেতা খন্দকার আল আশরাফ মামুন গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কিশোরগঞ্জ
প্রকাশিত: ০৯:২৩ এএম, ১১ জুন ২০২৩

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় যুবদলের কেন্দ্রীয় কমিটির কর্মসংস্থান বিষয়ক সম্পাদক খন্দকার আল আশরাফ মামুনকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (১০ জুন) বিকেলে উপজেলার মঠখোলা বাজারে এগারসিন্দুর ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন থেকে তাকে গ্রেফতার করা হয়।

খন্দকার আল আশরাফ মামুনের গ্রামের বাড়ি পাকুন্দিয়া উপজেলা এগারসিন্দুর ইউনিয়নের মঠখোলা এলাকায়।

আরও পড়ুন: ভৈরবে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ২০

জেলা যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ সুমন বলেন, যুবদল কেন্দ্রীয় কমিটির কর্মসংস্থান বিষয়ক সম্পাদক খন্দকার আল আশরাফ মামুন ভাইয়ের বাড়ি এগারসিন্দুর ইউনিয়ন মঠখোলা এলাকায়। তাই তিনি এ কর্মী সম্মেলনে উপস্থিত ছিলেন। পুলিশ এ সম্মেলনে হঠাৎ হামলা চালিয়ে তাকে গ্রেফতার করে।

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাহিদ হাসান সুমন গণমাধ্যমকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

এসকে রাসেল/জেএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।