নারায়ণগঞ্জে হত্যা মামলায় তিনজনের যাবজ্জীবন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নারায়ণগঞ্জ
প্রকাশিত: ০৭:২৩ পিএম, ১১ জুন ২০২৩

নারায়ণগঞ্জে একটি হত্যা মামলায় তিনজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাদের এক লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয়মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

রোববার (১১ জুন) বিকেলে নারায়ণগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক উম্মে সরাবন তহুরা আসামিদের অনুপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

যাবজ্জীবন সাজাপ্রাপ্তরা হলেন ফতুল্লার মাসদাইর এলাকার শফি উদ্দিনের ছেলে সুমন, ফকির হোসেনের ছেলে বাসার ও শাহী সাহেবের ছেলে মাসুদ।

জরিমানার টাকার মধ্যে ২০ হাজার টাকা মামলা পরিচালনার খরচ হিসেবে রাষ্ট্রীয় কোষাগারে জমা দিয়ে বাকি টাকা ভুক্তভোগীর পরিবারকে দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

একই মামলায় অভিযোগ প্রমাণিত না হওয়ায় ফতুল্লার পশ্চিম মাসদাইর এলাকার ফজলা ওরফে ফজলা হকের দুই ছেলে ফারুক পচা লিটন ওরফে লিটনকে বেকসুর খালাস দিয়েছেন আদালত।

আদালতের পরিদর্শক আসাদুজ্জামান জাগো নিউজকে বলেন, আসামিদের অনুপস্থিতিতে আদালত এ রায় ঘোষণা করেছেন।

আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) আব্দুর রহিম জানান, ২০০৫ সালের ২৬ জুন পূর্ব শত্রুতার জের ধরে ফতুল্লার মাসদাইর এলাকায় আনোয়ার হোসেন বিন্দুকে কুপিয়ে গুরুতর আহত করা হয়। তাকে উদ্ধার করে খানপুর হাসপাতালে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। মারা যাওয়ার আগে তিনি অভিযুক্তদের নাম বলে যান। পরে এ ঘটনায় নিহতের মা বকুল বেগম বাদী হয়ে একটি মামলা করেন। আদালত আটজন সাক্ষীর সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে এ রায় ঘোষণা করেছেন।

মোবাশ্বির শ্রাবণ/এসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।