খাগড়াছড়ি

সেতুর রড চুরির অভিযোগে আওয়ামী লীগ নেতা কারাগারে

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি খাগড়াছড়ি
প্রকাশিত: ০৮:১৮ এএম, ১২ জুন ২০২৩

খাগড়াছড়ির পানছড়িতে তিনটি সরকারি সেতু ভেঙে রড চুরির ঘটনায় উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক উত্তম কুমার দেবকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

রোববার (১১ জুন) দুপুরে উত্তম কুমার খাগড়াছড়ির চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সৈয়দ ওমর ফারুক সুজনের আদালতে আত্মসমর্পণ করে জামিন চান। আদালত জামিন না মঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে তিনটি সেতুর রড চুরির ঘটনা গণমাধ্যমে প্রকাশিত হলে ২৯ মার্চ খাগড়াছড়ির আমলি আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জিএম ফারহান ইসতিয়াক মামলা করেন।

আরও পড়ুন: খাগড়াছড়িতে অটোরিকশা-কাভার্ডভ্যান সংঘর্ষে নিহত ২

ওই মামলায় পুলিশের হাতে আটক অটোরিকশাচালক নাজমুলসহ তিনজনের ১৬৪ ধারার জবানবন্দিতে উত্তম কুমার দেবের নাম আসলে তিনি হাইকোর্ট থেকে ২৮ দিনের অস্থায়ী জামিন নেন। সে অনুযায়ী তিনি রোববার খাগড়াছড়ির আমলি আদালতে আত্মসমর্পণ করে জামিন চেয়েছিলেন।

আওয়ামী লীগ নেতা ও ঠিকাদার উত্তম কুমার দেবের আইনজীবী নজরুল ইসলাম জানান, উচ্চ আদালত থেকে নেওয়া অস্থায়ী জামিনের মেয়াদ শেষ। রোববার আদালতে আত্মসমর্পন করে জামিন চাইলে আদালত জামিন না মঞ্জুর করে তাকে কারাগারে প্রেরণ করেন।

মুজিবুর রহমান ভুঁইয়া/জেএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।