হজে যাওয়ার দিন চিরনিদ্রায় আতাউর

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি টাঙ্গাইল
প্রকাশিত: ০৬:০৬ পিএম, ১২ জুন ২০২৩
হজে যাওয়ার আগের দিন রাতে স্ট্রোকে মারা যান আতাউর রহমান

টাঙ্গাইলে স্ত্রীকে নিয়ে হজে যাওয়া হলো না আতাউর রহমান নামে অবসরপ্রাপ্ত এক পুলিশ সার্জেন্টের।

হজে যাওয়ার আগের দিন রোববার (১১ জুন) দিনগত রাত দেড়টার দিকে ভূঞাপুর পৌর শহরের ঘাটান্দি এলাকায় নিজ বাসায় স্ট্রোক করে মারা যান। প্রতিবেশী অধ্যাপক আখতার হোসেন খান এ বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, রোববার রাত দেড়টার দিকে হজযাত্রী আতাউর রহমান মারা যান। সোমবার স্ত্রীকে নিয়ে হজ পালনের উদ্দেশ্যে মক্কায় যাওয়ার কথা ছিল তার। কিন্তু এদিন বেলা ১১টায় ভূঞাপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার মরদেহ দাফন করা হয়।

আরিফ উর রহমান টগর/এসজে/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।