মুন্সিগঞ্জে ঘুমন্ত অবস্থায় প্রবাসীকে গুলি করে হত্যা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মুন্সিগঞ্জ
প্রকাশিত: ১০:৩৯ এএম, ১৪ জুন ২০২৩

মুন্সিগঞ্জে জমি নিয়ে পূর্ব বিরোধের জেরে মো. শ্যামল বেপারী (৩৮) নামের এক প্রবাসীকে ঘুমন্ত অবস্থায় গুলি করে ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (১৩ জুন) দিনগত রাত ২টার দিকে মুন্সিগঞ্জ সদর উপজেলার শিলই ইউনিয়নের পূর্বরাখি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত শ্যামল ওই গ্রামের মৃত আব্দুল গনি বেপারীর ছেলে ও মালয়েশিয়ার প্রবাসী। ছয়মাস আগে তিনি দেশে এসেছেন।

আরও পড়ুন: দুই মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ গেলো দোকান মালিক-কর্মচারীর

নিহতের স্বজনদের অভিযোগ, মঙ্গলবার দিনগত রাত ২টার দিকে একা নিজ বসতঘরে ঘুমিয়ে থাকা অবস্থায় একই গ্রামের শাহাদাত বেপারী, ইব্রাহিম বেপারীর ভাগিনা হাবিব ও মহিউদ্দিন বেপারীসহ আরও বেশ কয়েকজন মিলে তার উপর হামলা চালায়। এ সময় তারা শ্যামলকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে ও গুলি করে গুরুতর আহত অবস্থায় নিয়ে পালিয়ে যেতে চায়। এসময় স্থানীয়দের উপস্থিতিতে তাকে রেখেই পালিয়ে যায় অভিযুক্তরা। পরে স্থানীয়রা শ্যামলকে উদ্ধার করে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের বোন নাসরিন আহমেদ, রাত ২টার দিকের আমার ভাই ঘরে একা ঘুমিয়ে ছিল। শাহাদতের নেতৃত্বে প্রায় ১০ থেকে ১৫ জনের একটি দল এসে তাকে ডেকে তুলে গুলি করে এবং ককটেল নিক্ষেপ করে। পরে আমার ভাইকে ঘর ঢুকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে। আহত অবস্থায় তাকে তুলে নিয়ে যেতে না পেরে পালানোর সময় আবারও এলাকায় গুলি ও ককটেল বিস্ফোরণ করে। আমরা এর বিচার চাই।

মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক ডা. শৈবাল বসাক জানান, নিহতের শরীরের কয়েক জায়গায় গুরুতর ধারালো অস্ত্রের আঘাত ও গুলির চিহ্ন রয়েছে।

আরও পড়ুন: অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে অবরুদ্ধ তিতাসের কর্মকর্তারা

এ বিষয়ে মুন্সিগঞ্জ পুলিশ সুপার মোহাম্মদ মাহফুজুর রহমান আল-মামুন জানান, ঘটনার পর এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। যারা ঘটনাটি সংগঠিত করেছে তারা পালিয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

আরাফাত রায়হান সাকিব/জেএস/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।