দু’দিন গ্যাস থাকবে না বগুড়ায়

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক বগুড়া
প্রকাশিত: ০৫:১৫ পিএম, ১৪ জুন ২০২৩
ফাইল ছবি

বগুড়ায় গ্যাস পাইপলাইনে জরুরি সংস্কার কাজের জন্য দু’দিন সরবারহ বন্ধ থাকবে।

পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি লিমিটেড (পিজিসিএল) জানিয়েছে, আগামী ১৬ জুন (শুক্রবার) ভোর ৪টা থেকে ১৮ জুন (রোববার) ভোর ৪টা পর্যন্ত মোট ৪৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ রাখা হবে।

পিজিসিএল বগুড়া কার্যালয়ের ব্যবস্থাপক প্রকৌশলী অনুপ কুমার জানান, বগুড়া আঞ্চলিক কার্যালয়ের আওতায় থাকা এলেঙ্গা-হাটিকুমরুল ও রংপুর মহাসড়ক প্রশস্তের কাজ চলছে। এজন্য বগুড়া শহরের বনানী মোড় থেকে তিনমাথা রেলগেট এলাকার ৫ হাজার ৩০০ মিটার পথে ৮ ইঞ্চি মাপের পাইপলাইন প্রতিস্থাপন করা হয়েছে। এ লাইনে স্থায়ীভাবে গ্যাস প্রবাহ নিশ্চিত করতে ১৬ জুন ভোর ৪টা থেকে ১৮ জুন ভোর ৪টা পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ রাখা হবে। তবে গ্যাস সরবারহ দ্রুত চালু করার জন্য চেষ্টা করবে কর্তৃপক্ষ।

এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।