সড়ক দুর্ঘটনায় আহত মা-মেয়ের মৃত্যু


প্রকাশিত: ১০:৫২ এএম, ১৩ মার্চ ২০১৬

লক্ষ্মীপুরে সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে লেগুনার মুখোমুখি সংঘর্ষে আহত মা নূর বানু (৫০) ও মেয়ে রৌশন আরা বেগমের (৩০) মৃত্যু হয়েছে। এই দুর্ঘটনায় এ নিয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু হলো। তারা সর্ম্পকে মা-মেয়ে ও নাতি।

শনিবার রাত সাড়ে ৯টার দিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেয়ার পথে কুমিল্লা বিশ্বরোড পৌঁছলে মা-মেয়ের মৃত্যু হয়।

এর আগে বিকেলে লক্ষ্মীপুর-রামগতি সড়কের ভবানীগঞ্জ কলেজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই শরীর থেকে মাথা বিছিন্ন হয়ে স্কুলছাত্র শাহরিয়ার (৮) নিহত হয়। আহত হন আরো অন্তত ১০ যাত্রী। পরে স্থানীয়রা ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। এদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় তিনজনকে ঢাকায় নেয়ার পথে নুর বানু ও রৌশন আরার মৃত্যু হয়। নিহত তিনজনই একই পরিবাবের সদস্য।

কমলনগর উপজেলার সাহেবেরহাট ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবুল খায়ের মা নুরবানু ও মেয়ে রৌশন-আরার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

কাজল কায়েস/এআরএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।