১০ ফুট লম্বা অজগর উদ্ধার, সুন্দরবনে অবমুক্ত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি বাগেরহাট
প্রকাশিত: ০১:৩৮ পিএম, ১৫ জুন ২০২৩

বাগেরহাটের শরণখোলায় দশ ফুট লম্বা একটি অজগর উদ্ধার করেছে ওয়াইল্ড টিম।

বৃহস্পতিবার (১৫ জুন) সকালে উপজেলার কদমতলা গ্রামের হারুন খলিফার বাড়ির পাশের খালে মাছ ধরা জাল থেকে অজগরটি উদ্ধার করা হয়।

হারুন খলিফা জানান, বাড়ির পাশের খালে মাছ ধরার জন্য রাতে জাল পাতেন তিনি। সকালে গিয়ে দেখেন জালে বড় একটি অজগর আটকে আছে। পরে ওয়াইল্ড টিমের সদস্যদের খবর দিলে তারা এসে অজগরটি উদ্ধার করে সুন্দরবনে অবমুক্ত করে।

আরও পড়ুন: সুন্দরবন থেকে লোকালয়ে আসা শুকরের কামড়ে আহত ১

ওয়াইল্ড টিমের ফিল্ড ফ্যাসিলেটেটর আলম হাওলাদার জানান, হারুন খলিফার বাড়ির পাশের খালে মাছ ধরা জালের সঙ্গে অজগর আটকে থাকার খবর পাই। পরে ওয়াইল্ড টিম ও বনবিভাগের সহায়তায় উদ্ধার করে বনে অবমুক্ত করা হয়েছে। উদ্ধার করা ১০ফুট লম্বা অজগরটির ওজন ১২ কেজি।

জেএস/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।