গরু বাঁচাতে গিয়ে দগ্ধ হয়ে মৃত্যুশয্যায় কৃষক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মাদারীপুর
প্রকাশিত: ০৩:৪৯ পিএম, ১৫ জুন ২০২৩

মাদারীপুরে গোয়ালঘরে আগুন লেগে কোরবানিতে বিক্রির জন্য লালন-পালন করা দুটি গরু ও একটি ছাগল বাঁচাতে গিয়ে মজিবর হাওলাদার (৬৫) নামের এক কৃষক দগ্ধ হয়েছেন।

বুধবার (১৪ জুন) রাত ১০টার দিকে শিবচর উপজেলার চরশ্যামাইল এলাকায় এ ঘটনা ঘটে। অগ্নিদগ্ধ কৃষককে রাতেই ঢাকার শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শিবচর উপজেলার চরশ্যামাইল এলাকার আব্দুর রব হাওলাদারের ছেলে মজিবর হাওলাদার কোরবানির ঈদে বিক্রির জন্য তিনটি গরু ও একটি ছাগল লালন-পালন করে আসছিলেন। বুধবার রাতে গোয়ালঘরে মশা তাড়াতে কয়েল জ্বালান ওই কৃষক। রাত ১০টার দিকে হঠাৎ গোয়ালঘরে আগুন দেখতে পান তিনি। এসময় গরু বাঁচাতে গোয়ালঘরে প্রবেশ করে গরুর বাঁধন খুলে দেওয়ার চেষ্টা করেন তিনি। একটি গরুর বাঁধন খুলে দিতে পারলেও তার শরীরে আগুন ধরে যায়। এতে তিনি দগ্ধ হন। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।

দগ্ধ কৃষকের ভাই লাভলু হাওলাদার বলেন, ‘কোরবানিতে বিক্রির জন্য আমার ভাইয়ের বড় দুটি গরু ছিল। আগুনে সেই গরু দুটি পুড়ে মারা গেছে। গরু বাঁচাতে গিয়ে আমার ভাই দগ্ধ হয়েছেন। রাতেই তাকে চিকিৎসার জন্য ঢাকা নিয়ে যাওয়া হয়েছে।’

শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মো. ইব্রাহিম বলেন, রাতেই ওই কৃষককে ঢাকার শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে পাঠানো হয়েছে। তার শরীরের ৭৫ শতাংশই দগ্ধ ছিল।

আয়শা সিদ্দিকা আকাশী/এসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।