গাজীপুরে সড়কে ঝরলো দুই শিশুর প্রাণ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাজীপুর
প্রকাশিত: ০৪:১০ পিএম, ১৫ জুন ২০২৩

গাজীপুরের শ্রীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই শিশু নিহত হয়েছে। এ দুই ঘটনায় আরও ছয়জন আহত হয়েছেন।

জানা যায়, বৃহস্পতিবার (১৫ জুন) দুপুর আড়াইটায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের শ্রীপুর পৌর এলাকার মাওনা চৌরাস্তা উড়াল সেতুর নিচে কভার্ডভ্যানের চাপায় রাহাত (৮) ও সকাল ৮টায় উপজেলার মাওনা-বরমী আঞ্চলিক সড়কের পল্লীবিদুৎ মোড় এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশার চাপায় মাহিয়া আক্তার (৯) নিহত হয়।

নিহত রাহাত ময়মনসিংহ জেলার পাগলা থানার কুরচাই গ্রামের সাইফুল ইসলামের ছেলে। সে পরিবারের সঙ্গে টঙ্গী এলাকায় থেকে স্থানীয় একটি বিদ্যালয়ের প্রথম শ্রেণিতে পড়তো। এছাড়া নিহত মাহিয়া আক্তার (৯) ময়মনসিংহের পাগলা থানার আমিনুল ইসলামের মেয়ে। সে শ্যারস স্কুলের প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল।

রাহাতের স্বজনদের বরাত দিয়ে মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কংকন কুমার বিশ্বাস বলেন, বৃহস্পতিবার সকালে ময়মনসিংহের পাগলা থানার কুরচাই গ্রামে যাওয়ার জন্য মায়ের সঙ্গে বাসযোগে টঙ্গী থেকে মাওনা চৌরাস্তায় নামে রাহাত। পরে মা-ছেলে মহাসড়ক পার হওয়ার সময় একটি কাভার্ডভ্যান রাহাতকে চাপা দিলে সে গুরুতর আহত হয়। হাইওয়ে পুলিশ তাকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় কাভার্ডভ্যানের চালক মো. ফারুককে (৩০) আটক করা হয়েছে। তিনি কুমিল্লা জেলার দেবিদ্বার থানার নিমদারচর গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে।

অপরদিকে বৃহস্পতিবার সকালে স্কুলে যাওয়ার পথে ব্যাটারিচালিত অটোরিকশার চাপায় মাহিয়া আক্তার নিহত হয়।

শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) ইসমাইল হোসেন বলেন, নিহতের পরিবারকে থানায় যেতে বলা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আমিনুল ইসলাম/এফএ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।