কালীগঞ্জে পাঁচ দোকান মালিকের জরিমানা
গাজীপুরের কালীগঞ্জে পাঁচ দোকানিকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (১৫ জুন) বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উম্মে হাফছা নাদিয়া এ আদেশ দেন।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক উম্মে হাফছা নাদিয়া বলেন, বিকেলে উপজেলার জাঙ্গালিয়া বাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়। এ সময় পাঁচ মামলায় ওই এলাকার ৫ প্রতিষ্ঠানকে সাড়ে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

তিনি জানান, পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইনে তিন মামলায় চার হাজার, সড়ক পরিবহন আইনে এক মামলায় ৫০০ ও ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে এক মামলায় এক হাজার টাকা জরিমানা করা হয়।
এসময় পাট অধিদপ্তরের গাজীপুর জেলা পাট উন্নয়ন কর্মকর্তা মো. মাজহারুল ইসলাম, কালীগঞ্জ থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আব্দুল কাইয়ুম, বেঞ্চ সহকারী মাহবুবুল ইসলামসহ অন্যান্য পুলিশ ও আনসার সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
আব্দুর রহমান আরমান/আরএইচ/জেআইএম