ঝালকাঠি

ছাগল চুরির অপবাদে মাদরাসাছাত্রকে গাছে বেঁধে নির্যাতন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ঝালকাঠি
প্রকাশিত: ০৮:৪৩ এএম, ১৬ জুন ২০২৩

ঝালকাঠির রাজাপুরে ছাগল চুরির অপবাদে গাছে বেঁধে এক মাদরাসাছাত্রকে নির্যাতনের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১৫ জুন) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার আংগারিয়া খান বাড়ির পাশে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, গত ৭ জুন (বুধবার) স্থানীয় আমজাদ খানের ছেলে রফিক খানের একটি ছাগল চুরি যায়। রফিক ওই ছাগল চুরির বিষয়ে বেল্লাল খানকে সন্দেহ করেন। বৃহস্পতিবার দুপুরে নিজের অপরাধ অন্যের ঘাড়ে চাপাতে বেল্লাল খান, দুলাল খান, সোহেল খান ইজিবাইক থেকে ওই মাদরাসছাত্রকে ধরে বাড়ির পাশের একটি গাছের সঙ্গে বেঁধে রাখেন। এ সময় তার স্বীকারোক্তি নিতে মারধর করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেয়।

ভুক্তভোগী মাদরাসাছাত্র জানায়, অভাব-অনটনের সংসার হওয়ায় লেখাপড়ার পাশাপাশি ইজিবাইক চালিয়ে সংসারের খরচ জোগান দিতে হয়। বৃহস্পতিবার দুপুরে শফিক, দুলাল খান, বেল্লাল খান, সোহেল খান রাস্তায় ইজিবাইক থেকে ধরে নিয়ে নির্যাতন করে।

আরও পড়ুন: যুবককে বিবস্ত্র করে গাছে বেঁধে নির্যাতন, ছেড়ে দেওয়া হয় পিঁপড়া

অভিযুক্ত মো. বেল্লাল খান তার বিরুদ্ধে অভিযোগ অস্বীকার করে বলেন, মারামারির কথা শুনেছি। পরে পুলিশ এসে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দিয়েছে তাও জানি। কিন্তু ওই সময় আমি বাড়িতে ছিলাম না।

রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পুলক চন্দ্র রায় বলেন, ছেলেটাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। তবে তাকে গাছের সঙ্গে বাঁধা অবস্থায় পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আতিকুর রহমান/আরএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।