ঝালকাঠিতে শিশু ধর্ষণ মামলায় যুবক কারাগারে
ঝালকাঠির রাজাপুর আট বছর বয়সী শিশু ধর্ষণ মামলায় শাহিন হাওলাদার (২০) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (১৬ জুন) দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেলা কারাগারে পাঠানো হয়। গ্রেফতার শাহিন উপজেলার বড় কবর্তখালী গুছগ্রামের বাসিন্দা।
পুলিশ জানায়, ৩০মে রাত ৮টার দিকে বিদ্যুৎ না থাকায় শিশুটি তার মায়ের সঙ্গে বাইরে বের হয়। পেছন থেকে শাহিন ওই শিশুটিক মুখ চেপে ধরে তার ঘরে নিয়ে ধর্ষণ করে। ঘটনার পর থেকে শাহিন পলাতক ছিলেন। শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
চিকিৎসা শেষে ১৫ জুন দুপুরে রাজাপুর থানায় শাহিনকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। মামলার পর রাতেই পুলিশ অভিযান চালিয়ে শাহিনকে গ্রেফতার করেন।
রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পুলক চন্দ্র রায় বলেন, শুক্রবার শাহিনকে ঝালকাঠি আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
আতিকুর রহমান/এসজে/এএসএম