সাতক্ষীরা সীমান্তে সোনার বারসহ একজন আটক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সাতক্ষীরা
প্রকাশিত: ০৩:২৭ এএম, ১৭ জুন ২০২৩

সাতক্ষীরার কাজীরহাট সীমান্ত এলাকা থেকে সোনার বারসহ মজনু খান নামের এক ব্যক্তিকে আটক করেছে বিজিবি।

শুক্রবার (১৬ জুন) বিকেলে কলারোয়া উপজেলার কাজীরহাট ঠাকুরবাড়ি সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটক মজুন খান মানিকগঞ্জের সিংড়া উপজেলার চাড়াভাঙ্গা গ্রামের বাসিন্দা।

সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আশরাফুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজিবি জানায়, কাজীরহাট ঠাকুরবাড়ি সীমান্ত দিয়ে বাংলাদেশ থেকে ভারতে সোনা পাচার হচ্ছে, গোপনে এ সংবাদ পেয়ে বিজিবি সদস্যরা অভিযান চালান। অভিযানে নেতৃত্ব দেন ঝাউডাঙ্গা ক্যাম্পের হাবিলদার ফারুক হোসেন। এসময় মজনু খানকে আটক করা হয়। পরে তার সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করে টেপ দিয়ে মোড়ানো তিনটি সোনার বার জব্দ করা হয়।

জব্দ সোনার ওজন ৩৪৯ গ্রাম ৯২০ মিলিগ্রাম, যার বর্তমান মূল্য ২৯ লাখ ৫৩ হাজার টাকা।

আটক ব্যক্তিকে কলারোয়া থানায় সোপর্দ ও সোনার বারগুলো সাতক্ষীরা ট্রেজারি অফিসে জমা করা হয়েছে বলে জানান বিজিবি অধিনায়ক।

আহসানুর রহমান/এসআর

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।