কাশিমপুর কারাগারে কয়েদির মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাজীপুর
প্রকাশিত: ০৬:১৪ পিএম, ১৭ জুন ২০২৩
ফাইল ছবি

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে এক কয়েদির মৃত্যু হয়েছে। শনিবার (১৭ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মারা যাওয়া কয়েদি মাহমুদ হাসান (৬২) গাজীপুর মহানগরীর টঙ্গী বটতলা এলাকার মজিবুর রহমানের ছেলে।

কারা সূত্রে জানা গেছে, কয়েদি মাহমুদ হোসেন দীর্ঘদিন ধরে কাশিমপুর কারাগারে বন্দি ছিলেন। শনিবার বেলা ১১টার দিকে তিনি কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে দ্রুত তাকে কারা হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে গাজীপুরে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুপুর সাড়ে ১২টায় তাকে মৃত ঘোষণা করেন।

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট-২ এর জেল সুপার আমিরুল ইসলাম বলেন, ওই কয়েদির বিরুদ্ধে চারটি মামলা ছিল। এর মধ্যে একটি মামলায় তিন মাস এবং আরেকটিতে আট মাসের দণ্ডপ্রাপ্ত ছিলেন তিনি।

জেল সুপার আরও বলেন, কারাবিধি অনুযায়ী সব কার্যক্রম শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

মো. আমিনুল ইসলাম/এমআরআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।