লুটপাটের টাকায় বিএনপি বিদেশে লবিস্ট নিয়োগ করছে: চিফ হুইপ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মাদারীপুর
প্রকাশিত: ০৯:০৭ পিএম, ১৭ জুন ২০২৩

জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী বলেছেন, লুটপাটের টাকা দিয়ে বিএনপি বিদেশে লবিস্ট নিয়োগ করছে। ঘরে ঘরে অশান্তি সৃষ্টির পরিকল্পনা করা হচ্ছে। কালো টাকা দিয়ে তারা বাংলাদেশকে অস্থির করার চেষ্টা করছে।

শনিবার (১৭ জুন) সকালে মাদারীপুরের শিবচর উপজেলার সন্যাসীরচর উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত ভবন উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন।

এ সময় মাদারীপুর জেলা পরিষদের চেয়ারম্যান মুনির চৌধুরী, শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাজিবুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

একইদিন চিফ হুইপ আল জামিয়াতুল ইসলামিয়া দাখিল মাদরাসা ও রাজারচর পাচু হাওলাদার কান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধন করেন। এছাড়াও তিনি ইলিয়াস আহমেদ চৌধুরী বালিকা উচ্চ বিদ্যালয়ে শিবচর ডায়াবেটিক সমিতির ফ্রি ক্যম্পিংয়ে যোগ দেন।

আয়শা সিদ্দিকা আকাশী/আরএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।