ব্রাহ্মণবাড়িয়ায় ২-০ গোলে হেরে গেল ব্যারিস্টার সুমনের দল

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশিত: ০৯:৪৯ পিএম, ১৭ জুন ২০২৩

ব্রাহ্মণবাড়িয়ার কাছে ২-০ গোলে হেরে গেল ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন ফুটবল একাডেমি। শনিবার (১৭ জুন) বিকেলে জেলার নবীনগর উপজেলার রসুল্লাবাদ ইউনিয়নের কালঘরা খেলার মাঠে অনুষ্ঠিত ফুটবল ম্যাচে হাবিবুর রহমান একাদশের কাছে পরাজিত হয় তার দল।

আওয়ামীলীগের কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য হাবিবুর রহমান এ ম্যাচের আয়োজন করেন। মাঠে লাখো দর্শকের সমাগমে টান টান উত্তেজনায় প্রীতি ম্যাচটি অনুষ্ঠিত হয়। এর আগে দুপুর হতে সামাজিক যোগাযোগ মাধ্যমে জনপ্রিয় মুখ ব্যারিস্টার সাইদুল হক সুমনের আগমনে উপজেলার বিভিন্ন স্থান থেকে দর্শকরা উপস্থিত হতে শুরু করেন।

ব্রাহ্মণবাড়িয়ায় ২-০ গোলে হেরে গেল ব্যারিস্টার সুমনের দল

আরও পড়ুন: দুই গোলে প্রীতি ম্যাচ হারলো ব্যারিস্টার সুমনের একাডেমি

ব্যারিস্টার সুমন তার বক্তব্যে বলেন, এ দেশের ফুটবলকে বাঁচানোর জন্য বুড়া বয়সে ফুটবল খেলি। আজ আমি পাঁচ লাখ টাকা রেখে খেলায় আসছি। খেলায় না এসে কোর্ট করলে পাঁচ লাখ টাকা পেতাম। অথচ এ খেলায় এসে আমার পায়ে ব্যথা পাইছি। আমি পাঁচ মিনিট শোনানি করলে পাঁচ লাখ টাকা পাই। আপনারা বলতে পারেন এভাবে পাঁচ লাখ ১০ লাখ টাকা রেখে আপনি যে খেলেন লাভ কি? আমরা যাদের কাঁধে মাথা রেখে কাঁদতে পারার কথা, যারা আমাদের ফুটবল টাকে আগানোর কথা। এরা লুটপাট করে ফুটবলকে ধ্বংস করে দিয়েছে। তাই আমি বুড়া বয়সে মাঠে নেমেছি ফুটবলকে বাঁচানোর জন্য।

ব্রাহ্মণবাড়িয়ায় ২-০ গোলে হেরে গেল ব্যারিস্টার সুমনের দল

এসময় উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান, সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক ডা. শফিকুর রহমান, ইউপি চেয়ারম্যান খন্দকার মনির হোসেন, এনটিভির বিশেষ প্রতিনিধি হাসান জাবেদ ও উপজেলা যুবলীগের সভাপতি শামস আলম প্রমুখ উপস্থিত ছিলেন।

আবুল হাসনাত মো. রাফি/আরএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।