ফরিদপুরে সততার পুরস্কার পেল ১৮ শিক্ষার্থী

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফরিদপুর
প্রকাশিত: ১২:০৫ পিএম, ১৯ জুন ২০২৩

ফরিদপুরে ১৮ শিক্ষার্থীকে সততা স্টোরের পুরস্কার দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। প্রতি শিক্ষার্থীকে পুরষ্কার বাবদ নগদ ১২ হাজার টাকা করে শিক্ষাবৃত্তি ও শিক্ষা সামগ্রী দেওয়া হয়।

রোববার (১৮ জুন) বিকেলে জেলা প্রশাসকের সভাকক্ষে ৯ উপজেলার সব মাধ্যমিক বিদ্যালয়ে সততা সংঘ ও সততা স্টোরের শিক্ষার্থীদের মাঝে বৃত্তি ও পুরষ্কার বিতরণ করা হয়। একই সময় ফরিদপুর সদর উপজেলার ১৭ শিক্ষাপ্রতিষ্ঠানের সততা স্টোরের জন্য ১০ হাজার টাকা করে অর্থ সহায়তা দেওয়া হয়।

আরও পড়ুন: সততার পুরস্কার পেলেন বাংলাদেশি আমিন 

দুদকের উপ-পরিচালক রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা প্রশাসক (ডিসি) মো. কামরুল আহসান তালুকদার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুমন রঞ্জন সরকার, জেলা শিক্ষা অফিসার বিষ্ণু পদ ঘোষাল, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির (দুপ্রক) সহ-সভাপতি প্রফেসর আলতাফ হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।

দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক) ফরিদপুরের সাধারণ সম্পাদক হাসানউজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে দুদকের সহকারী পরিচালক সাজিদ উর রোমান, সহকারী পরিচালক জাকির হোসেন, উপ-সহকারী পরিচালক খালিদ হোসাইন, উপ-সহকারী পরিচালক ইমরান আকন, দুপ্রক সদস্য রুবিয়া মিল্লাত, ডিউবি সিকদার ও মনোয়ার মোরশেদা চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।

এন কে বি নয়ন/আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।