ধূমপান ও তামাকজনিত রোগে দেশে বছরে এক লাখ ৬১ হাজার মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি যশোর
প্রকাশিত: ০৮:৪২ পিএম, ১৯ জুন ২০২৩

‘দেশে করোনায় গত তিন বছরে মারা গেছেন ২৯ হাজার মানুষ। আর প্রতিবছর ধূমপান ও তামাকজনিত রোগে মারা যান এক লাখ ৬১ হাজার মানুষ।’ অসংক্রামক রোগের মৃত্যুর ভয়াবহতা তুলে ধরতে এ তথ্য উপস্থাপন করেন জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেলের সমন্বয়কারী, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হোসেন আলী খোন্দকার।

এ সময় তিনি বলেন, তামাক নিয়ন্ত্রণ করে এই মৃত্যুর হার কমিয়ে আনতে হবে। এজন্য তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন করতে হবে। আমাদের দেশে যেকোনো আইনই বাস্তবায়ন করা কঠিন। আর তামাক নিয়ন্ত্রণ আইনের বিপক্ষেতো শক্তিশালী সিগারেট কোম্পানিগুলো রয়েছে। ফলে এই আইন প্রয়োগ ও বাস্তবায়ন করতে অনেক সংগ্রাম করতে হয়।

সোমবার (১৯ জুন) যশোরে ‘ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ কার্যক্রমের আওতায় তামাকবিরোধী প্রশিক্ষণ’এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

যশোর কালেক্টরেট অমিত্রাক্ষর সভাকক্ষে জেলা প্রশাসন এই প্রশিক্ষণের আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান।

অন্যান্যের মধ্যে কর্মশালায় বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগ যশোরের উপ-পরিচালক রফিকুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক মাসুদ উল আলম, ডেপুটি সিভিল সার্জন ডা. নাজমুস সাদিক রাসেল, তথ্য অফিসের সিনিয়র তথ্য কর্মকর্তা রেজাউল করিম, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা সাধন কুমার দাস, ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক বিল্লাল বিন কাশেম, রাইটস যশোরের নির্বাহী পরিচালক বিনয় কৃষ্ণ মল্লিক, প্রেস ক্লাব যশোরের যুগ্ম সম্পাদক হাবিবুর রহমান মিলন, যুগান্তরের ব্যুরো প্রধান ইন্দ্রজিৎ রায়, নির্বাহী ম্যাজিস্ট্রেট নুসরাত ইয়াসমিন প্রমূখ।

মিলন রহমান/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।