মধুমতি নদীতে বড়শিতে ধরা পড়ছে বড় বড় চিতল

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফরিদপুর
প্রকাশিত: ০৯:৫৪ পিএম, ১৯ জুন ২০২৩

ফরিদপুরের আলফাডাঙ্গায় মধুমতি নদীতে বড়শি দিয়ে চিতল মাছ শিকারের ধুম পড়েছে। এক সপ্তাহ ধরে প্রতিদিনই বড়শিতে ধরা পড়ছে বড় বড় চিতল মাছ। গত ১৫ দিনে প্রায় অর্ধশত চিতল মাছ ধরা পড়ছে বলে জানা গেছে।

সোমবার (১৯ জুন) বিকেল থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত উপজেলার গোপালপুর ইউনিয়নের খোলাবাড়িয়া, দিকনগর, টিকারপাড়াসহ বিভিন্ন স্থানে আটটি চিতল মাছ ধরা পড়ে।

উপজেলার টিকারপাড়া গ্রামের হাবিল শেখ মধুমতি নদী থেকে বড়শি দিয়ে ১৩ ও ৮ কেজি ওজনের দুটি চিতল মাছ শিকার করেন। এর আগে খোলাবাড়িয়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা মমিন উদ্দিন শিকদারের বাড়ির সামনে থেকে বড়শি দিয়ে ৮-১০ কেজি ওজনের চিতল মাছ শিকার করেন টিকরপাড়া গ্রামের আহাদ শেখ। ওই এলাকার আকমল শেখ, মোদাচ্ছের আলী, ইয়ার আলী, মিজান ও ফরিদ শেখসহ প্রায় ৩০ জন শৌখিন মৎস্য শিকারি বড়শি দিয়ে প্রতিদিন চিতল মাছ শিকারে ব্যস্ত সময় পার করছেন।

স্থানীয় বাসিন্দা শাহরিয়ার হোসেন জাগো নিউজকে বলেন, গত ১৫ দিনে প্রায় অর্ধশত চিতল মাছ বড়শিতে ধরা পড়ছে। বড়শিতে ৮-১৬ কেজি ওজনের চিতল মাছ ধরা পড়ছে।

টিকরপাড়া গ্রামের শৌখিন মৎস্য শিকারি আহাদ শেখ বলেন, দুদিন আগে আমার বড়শিতে প্রায় ১৯ কেজি ওজনের একটি চিতল মাছ দরা পড়ে।

এ বিষয়ে গোপালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম খান বলেন, গত কয়েকদিন ধরে মধুমতি নদীতে চিতল মাছ ধরা পড়ছে। শৌখিন মৎস্য শিকারিরা প্রতিদিন দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত বড়শি দিয়ে মাছ শিকারে ব্যস্ত সময় পার করছেন।

আলফাডাঙ্গা উপজেলা মৎস্য কর্মকর্তা এস এম লুৎফর রহমান জাগো নিউজকে বলেন, চিতল মাছের এখন ডিম পাড়ার শেষ সময়। এবার মধুমতি নদীতে চিতল মাছের বিচরণ বেড়েছে।

এন কে বি নয়ন/এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।