মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে প্রাণ গেলো যুবকের

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মাদারীপুর
প্রকাশিত: ০১:১৩ পিএম, ২২ জুন ২০২৩
ফাইল ছবি

মাদারীপুরের ডাসার উপজেলায় মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে জগৎ মৃধা (৩৪) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন।

বুধবার (২১ জুন) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার ঢাকা-বরিশাল মহাসড়কের পান্থপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত জগৎ মৃধা বাগেরহাটের মোল্লারহাট থানার চাউলটুরী এলাকার মৃত কিরণ মৃধার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার রাতে বরিশাল থেকে ছয় যাত্রী নিয়ে মাইক্রোবাসটি ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হয়। পথে ঢাকা-বরিশাল মহাসড়কের ডাসারের পান্থপাড়া এলাকায় আসলে গাড়িটির চাকা ফেটে নিয়ন্ত্রণ হারায়। এতে করে মাইক্রোবাসটি রাস্তার ওপর উল্টে যায়।

এতে ঘটনাস্থলেই মাইক্রোবাসের যাত্রী জগৎ মৃধা মারা যান। অপর পাঁচ যাত্রীকে আহত অবস্থায় উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর থেকে মাইক্রোবাসের চালক পলাতক আছেন।

মাদারীপুরের মস্তফাপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবু নাঈম মো. মোফাজ্জেল হক বলেন, দুর্ঘটনায় একজন মারা গেছেন। এছাড়া আরও পাঁচজন আহত হয়েছেন। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

আয়শা সিদ্দিকা আকাশী/এমআরআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।