বিদ্যুৎ উপকেন্দ্রের নিমার্ণাধীন ছাদ ধসে ১০ শ্রমিক আহত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি যশোর
প্রকাশিত: ০২:২৭ পিএম, ২২ জুন ২০২৩

যশোরে বিদ্যুৎ উপকেন্দ্রের নিমার্ণাধীন দ্বিতীয় তলার ছাদ ধসে পড়েছে। এতে গুরুতর আহত হয়েছেন ১০ শ্রমিক বৃহস্পতিবার (২২ জুন) দুপুর পৌনে ১২টার দিকে শহরতলী ধর্মতলা কারবালা এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- যশোর সদরের ঘোড়াগাছা গ্রামের মৃত সন্তোষ আলী মণ্ডলের ছেলে হাফিজুর রহমান (৫০), মণিরামপুর উপজেলার পলাশী গ্রামের মৃত জাবেদ আলীর ছেলে ইমান আলী (৫৫), ঝিকরগাছা উপজেলার মোকছেদ আলীর ছেলে তরিকুল ইসলাম (৩৫), যশোর সদরের দত্তপাড়া গ্রামের মইনুল ইসলাম (২৭), যশোর সদরের জিয়াপাড়া গ্রামের আবুল কালাম মোড়লের ছেলে ইলিয়াস আলী (৪৫), যশোর সদরের আমদাবাদ গ্রামের দুলাল সরদারের ছেলে শিমুল হোসেন (২৮), যশোর সদরের চানপাড়া গ্রামের লোকমান হোসেনের ছেলে খোকন (৩০), যশোর সদরের মাহিদিয়া গ্রামের মৃত ইমান আলী সরদারের ছেলে আব্দুল হাই সিদ্দিকী (২৮), সদরের আমদাবাদ গ্রামের মকবুল হোসেনের ছেলে আকিদুল (২৮) ও মণিরামপুর উপজেলার ছবেদ আলী খানের ছেলে জিয়ারুল (৩৫)।

শ্রমিকরা জানায়, বৃহস্পতিবার সকাল থেকে শহরতলী ধর্মতলা কারবালা এলাকায় বিদ্যুৎ উপকেন্দ্রে নিমার্ণাধীন ভবনের দ্বিতীয় তলার ছাদ ঢালাইয়ের কাজ করছিলেন। বাঁশের কাঠামোর উপরে ছাদ ঢালাইয়ের কাজ চলায় ওই কাঠামো ভার ধরে রাখতে পারেনি। ফলে তা ভেঙে পড়ে। এসময় অন্তত ১০ শ্রমিক গুরুতর আহত হন। স্থানীয়রা ও ফায়ার সার্ভিস কর্মীরা তাদের হাসপাতালে ভর্তি করে।

যশোর অতিরিক্ত পুলিশ সুপার ‘ক’ সার্কেল জুয়েল ইমরান জানান, গুরুতর আহত ১০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে উদ্ধার অভিযান চালিয়েছে।

যশোর সেনানিবাস ফায়ার স্টেশনের সিনিয়র ম্যানেজার নাহিদ মাহমুদ জানান, খবর পেয়ে তারা ঘটনাস্থলে যান এবং উদ্ধার তৎপরতায় অংশ নেন।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স যশোরের সহকারী পরিচালক মামুনুর রশিদ জানান, তারা ঘটনাস্থলে গিয়েছিলেন। নির্মাণকাজের দুর্বলতা ও দায়িত্বে অবহেলার কারণে এ দুর্ঘটনা ঘটেছে। এ অবহেলায় বড় ধরনের ক্ষয়ক্ষতিও হতে পারতো।

এ ব্যাপারে ওজোপাডিকো-১ এর নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ শহিদুল ইসলাম জানান, ভবনটি ঠিকাদার নির্মাণ করছিল। নির্মাণ শেষ হওয়ার পর আমাদের কাছে হস্তান্তর করার কথা ছিল। দুর্ঘটনার পর ওজোপাডিকো খুলনা অফিস থেকে বিষয়টি তদারকি করা হচ্ছে।

এ ব্যাপারে যশোরের জেলা প্রশাসক মো. তমিজুল ইসলাম খান বলেন, দুর্ঘটনার খবর পেয়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

মিলন রহমান/এএইচ/আরএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।