টেকনাফে ফের ৩ রোহিঙ্গা যুবক অপহরণ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কক্সবাজার
প্রকাশিত: ০৫:০৭ পিএম, ২২ জুন ২০২৩
ফাইল ছবি

কক্সবাজারের টেকনাফে ফের তিন রোহিঙ্গা যুবক অপহরণের শিকার হয়েছেন। তাদের মালয়েশিয়া নিয়ে যাওয়ার কথা বলে অজ্ঞাত স্থানে আটকে রাখে দালালচক্র। পরদিন ভিকটিমের পরিবারের কাছ থেকে তিন লাখ টাকা মুক্তিপণ দাবি করেন তারা।

ক্যাম্পের মাঝি মো. আজিজুল হক জানান, বুধবার সন্ধ্যার দিকে তাদের টেকনাফের হোয়াইক্যং চাকমারকুল ২১ নম্বর ক্যাম্প থেকে তারা বের হলে এ ঘটনা ঘটে।

অপহৃতরা হলেন- টেকনাফের চাকমারকুল ২১ নম্বর ক্যাম্পের সি/১ ব্লকের নবী হোসাইনের ছেলে রিজিম উল্লাহ (২৫), একই ব্লকের মো. খলিলের ছেলে রিয়াজ উদ্দিন (২১) ও ইসমাইলের ছেলে মজিবুল্লাহ (২৬)।

আরও পড়ুন: টেকনাফ থেকে ৫ রোহিঙ্গা যুবক অপহরণ 

ক্যাম্পের মাঝি মো. আজিজুল হক ভিকটিমের পরিবারের বরাত দিয়ে জানান, বুধবার সকাল ১০টার দিকে রিজিম উল্লাহ, রিয়াজ উদ্দিন ও মজিবুল্লাহ দালালের মাধ্যমে মালয়েশিয়া যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন।

পরে অপহৃত যুবকরা বৃহস্পতিবার সকালে বাড়িতে কল করে বলে তাদের ওপর ব্যাপক নির্যাতন করা হচ্ছে। অপহরণকারী দালালরা তাদের কাছ থেকে তিন লাখ টাকা মুক্তিপণ দাবি করছে। মুক্তিপণের টাকা না পেলে তাদের হত্যা করা হবে।

টেকনাফ চাকমারকুল এপিবিএন ক্যাম্পের দায়িত্বরত ইনচার্জ পুলিশ পরিদর্শক সরেজ চন্দ্র জানান, বৃহস্পতিবার সকালে মিয়ানমারের একটা নম্বর থেকে ভিকটিমের পরিবারের কাছে কল করে মুক্তিপণের টাকা দাবি করা হচ্ছে বলে অপহৃত ভিকটিমের পরিবার আমাদের কাছে বিষয়টি জানায়।

টেকনাফে গত ৭ মাসে ৮০ জনের অধিক লোক অপহরণের শিকার হয়েছেন। প্রতিটি ঘটনায় অপহরণকারীদের মোটা অংকের মুক্তিপণের টাকা দিয়ে বাড়িতে ফেরত আসেন তারা। অপহরণের পর মুক্তিপণের টাকা দিতে না পারায় টমটমচালকসহ চারজনকে অপহরণের পর খুন হয়েছে।

সায়ীদ আলমগীর/আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।