টেকনাফ থেকে ৫ রোহিঙ্গা যুবক অপহরণ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কক্সবাজার
প্রকাশিত: ০৩:৩৯ পিএম, ০৩ জুন ২০২৩
ফাইল ছবি

কক্সবাজারের টেকনাফের শরণার্থী ক্যাম্প থেকে পাঁচ রোহিঙ্গা যুবককে অপহরণ করেছে অস্ত্রধারী দুর্বৃত্তরা। শুক্রবার (২ জুন) রাত ৮টার দিকে টেকনাফের ২৫ নম্বর আলীখালী ক্যাম্প ডি/২০ ব্লকের রহিম উল্লাহর দোকানের সামনে থেকে তারা অপহরণের শিকার হয়েছেন বলে জানিয়েছেন ২৫ নম্বর আলীখালি ক্যাম্প মাঝি নুরুল আমিন।

অপহৃতরা হলেন টেকনাফের ক্যাম্প-২৫ আলীখালী ব্লক ডি/২২ এর নূর হোসেনের ছেলে মোহাম্মদ ইউনুস (৩২), একই ক্যাম্পের সামসু আলমের ছেলে জাহাঙ্গীর আলম (১৬), মোহাম্মদ রফিকের ছেলে মোহাম্মদ সুলতান (২৪), আব্দুর রহমানের ছেলে আবদুল্লাহ (১৬) ও মোহাম্মদ সৈয়দের ছেলে আনোয়ার ইসলাম (১৮)।

টেকনাফ ২৫ ক্যাম্পে মাঝি নুরুল আমিন বলেন, শুক্রবার রাত ৮টার দিকে অজ্ঞাত অস্ত্রধারী দুর্বৃত্তরা ২৫ নম্বর ক্যাম্পের বসবাসরত পাঁচ রোহিঙ্গা যুবককে অস্ত্রের মুখে রহিম উল্লাহর দোকানের সামনে থেকে জিম্মি করে পাহাড়ের চূড়ায় নিয়ে যায়। এ ঘটনার ২০ ঘণ্টা পার হলেও অপহৃতদের কোনো খোঁজ-খবর নেই। তবে অপহরণের ঘটনাটি তাদের পরিবার আলিখালী এপিবিএন ক্যাম্পে জানিয়েছে।

টেকনাফ ক্যাম্পে নিরাপত্তার দায়িত্বে থাকা ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের উপ-অধিনায়ক পুলিশ সুপার জামাল পাশা বলেন, রোহিঙ্গা ক্যাম্প থেকে পাঁচ রোহিঙ্গা যুবক অপহরণের ঘটনায় আমরা খোঁজ-খবর নিচ্ছি। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সায়ীদ আলমগীর/এমআরআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।