সীতাকুণ্ড পাহাড় থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার


প্রকাশিত: ০৯:৩০ এএম, ১৪ মার্চ ২০১৬

চট্টগ্রামের  সীতাকুণ্ড পাহাড় থেকে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার বেলা সাড়ে ১১ টার দিকে উপজেলার কুমিরা ইউনিয়নের সুলতানা মন্দির পাহাড় থেকে ওই ব্যক্তি লাশ উদ্ধার করা হয়।

সীতাকুণ্ড থানার অফিসার ইনচার্জ ইফতেখার হাসান জানান, সকালে এলাকার লোকজন পুলিশকে জানায় যে কুমিরা পিএইচপি গ্লাস ফ্যাক্টরীর পিছনের পাহাড়ে এক ব্যক্তির মরদেহ পড়ে আছে। পরে বেলা সাড়ে ১১টার দিকে পুলিশ গিয়ে তার লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ মর্গে পাঠিয়েছে।

এর আগে রোববার উপজেলার বাড়বকুণ্ড উপকূলীয় এলাকা থেকে পুলিশ একটি গলিত লাশ উদ্ধার করেছিল।

জীবন মুছা/জেএইচ/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।