রেলসচিব

২০২৪ সালের সেপ্টেম্বরে পদ্মা সেতু দিয়ে ঢাকা-বেনাপোলে ট্রেন চলবে

উপজেলা প্রতিনিধি
উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি বেনাপোল (যশোর)
প্রকাশিত: ০৭:২৯ পিএম, ২৪ জুন ২০২৩

২০২৪ সালের জুন মাস নাগাদ পদ্মা সেতু রেল প্রকল্পের কাজ শেষে হবে বলে জানিয়েছেন রেল মন্ত্রণালয়ের সচিব ড. হুমায়ুন কবীর।

শুক্রবার (২৩ জুন) বেলা ১১টার দিকে বেনাপোল রেলস্টেশন এলাকা পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।

রেলসচিব বলেন, আগামী ২০২৪ সালের জুন নাগাদ পদ্মা সেতু রেল প্রকল্পের কাজ শেষে হবে। ঢাকা থেকে ভাঙ্গা হয়ে যশোর-বেনাপোল রেল চলাচল সেপ্টেম্বরের শেষের দিকে শুরু হতে পারে। ভারতের কলকাতার সঙ্গে পদ্মা সেতুর যোগসূত্র অচিরেই চালু করা হবে।

২০২৪ সালের সেপ্টেম্বরে পদ্মা সেতু দিয়ে ঢাকা-বেনাপোলে ট্রেন চলবে

তিনি আরও বলেন, রেলে ভারত ও বাংলাদেশের মধ্যে চলাচলকারী যাত্রীসেবা বৃদ্ধিসহ চোরাচালানরোধ, বেনাপোল রেলওয়ে স্টেশনকে আধুনিকায়ন ও উন্নয়নমূলক কর্মকাণ্ড সম্প্রসারণের পাশাপাশি যাত্রীসেবার মান বাড়ানোর লক্ষে যাত্রী বিশ্রামাগার নির্মাণ করা হবে। বহিরাগতরা যাতে স্টেশন এলাকায় প্রবেশ করতে না পারে সেজন্য নজরদারি আরও বাড়ানো হবে। রেললাইন সম্প্রসারণ ও শেড ইয়ার্ড নির্মাণের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

এর আগে রেলসচিব ড. হুমায়ুন কবীর বেনাপোল রেলস্টেশনে পৌঁছালে তাকে প্রশাসন ও রেলের কর্মকর্তারা ফুলেল শুভেচ্ছা জানান। কাস্টমস ও ইমিগ্রেশনের বিভিন্ন বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন তিনি। দুপুরে রেলস্টেশন ইমিগ্রেশন অভ্যন্তরে প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন তিনি।

মো. জামাল হোসেন/এমআরআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।