টাকা লেনদেনের ভিডিও ফেসবুকে, সেই এসআই ক্লোজড

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাইবান্ধা
প্রকাশিত: ১২:৩৩ পিএম, ২৫ জুন ২০২৩

টাকা লেনদেনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ায় গাইবান্ধা সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মানিক রানাকে ক্লোজড করা হয়েছে।

রোববার (২৫ জুন) সকালে সহকারী পুলিশ সুপার (বি-সার্কেল) আব্দুল্লাহ আল মামুন জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

আরও পড়ুন: ঘুষ গ্রহণের ভিডিও প্রকাশ করে নিরাপত্তাহীনতায় যুবক

তিনি বলেন, সম্প্রতি গাইবান্ধা সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মানিক রানার টাকা লেনদেনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। এ ঘটনায় তাকে ক্লোজড করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।

এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ৩৯ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, সদর থানার এসআই মানিক রানা দ্রুত পায়ে হেটে থানার এসআইদের অফিস কক্ষে প্রবেশ করছেন। পরে নির্ধারিত একটি টেবিলের চেয়ারে বসে প্রথম দফায় টাকা নিয়ে এদিক-ওদিক তাকিয়ে দ্বিতীয় দফায় আবারও টাকা নিয়ে পুলিশের পোশাক পরিহিত তার বুক পকেটে রাখেন। পরে যার নিকট টাকা গ্রহণ করেন তাকে হাত দিয়ে থাকতে ইশারা করে চেয়ার থেকে উঠে যান। তবে কার কাছ থেকে কি কারণে তিনি টাকা নিয়েছেন বিষয়টি পরিষ্কার হওয়া যায়নি।

শামীম সরকার শাহীন/আরএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।