বাগেরহাটে পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি বাগেরহাট
প্রকাশিত: ১০:০২ পিএম, ২৫ জুন ২০২৩
প্রতীকী ছবি

বাগেরহাট সদর উপজেলায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। রোববার (২৫ জুন) দুপুরে উপজেলার কান্দাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

দুই শিশু হলো- বাগেরহাট সদর উপজেলার বেশরগাতি গ্রামের আমিনুল ইসলামের মেয়ে আফছা (৪) ও চিতলমারী উপজেলার নালুয়া গ্রামের মিরাজ শেখের সাড়ে তিন বছর বয়সী মেয়ে মইমুনা। দুজন সম্পর্কে খালাতো বোন। তারা নানা আবদার শেখের বাড়ি বেড়াতে এসেছিল।

শিশুদের নানা আবদার শেখ বলেন, নাতনি মইমুনা বেশ কিছুদিন ধরে আমার বাড়ি থাকতো। তিন দিন আগে আফছা বেড়াতে আসে। দুই বোন বাড়ির সামনে দোকানের দিকে যায়। আধাঘণ্টা পরেও ফিরে না আসায় তাদের খোঁজা শুরু হয়। একপর্যায়ে পুকুরপাড়ে জুতা দেখে তল্লাশি চালিয়ে দুজনের মরদেহ উদ্ধার করা হয়।

বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আজিজুল ইসলাম বলেন, খবর শুনে ঘটনাস্থল পরিদর্শন করেছি। পারিবারিকভাবে শিশুদের দাফন হয়েছে।

এসজে/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।