চকরিয়ায় বন্যা দুর্গত ৮০ পরিবার পেল নতুন ঠিকানা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি
প্রকাশিত: ০১:২১ পিএম, ১৪ মার্চ ২০১৬

চকরিয়া উপজেলার তিনটি ইউনিয়নে গত বছরের শেষ সময়ের বন্যায় ক্ষতিগ্রস্ত ৮০টি পরিবার একটি করে নতুন ঠিকানা (বাড়ি) পেয়েছে। বন্যা দুর্গত এসব মানুষের জন্য এই কাজটি করেছেন ইউএনডিপির সহযোগী প্রতিষ্ঠান আরলি রিকভারী ফেসিলিটি ও কানাডিয়ান বৈদেশিক বিষয়ক বাণিজ্য এবং উন্নয়ন বিভাগ।

দুটি সংস্থার অর্থায়নে ক্রিশ্চিয়ান এইড ও মুক্তি কক্সবাজারের সার্বিক প্রচেষ্টায় মডেল প্রকল্পের আওতায় উপজেলার বিএমচর, কাকারা ও কৈয়ারবিল ইউনিয়নের এসব পরিবারকে নতুন বাড়ি দেয়া হয়েছে।

গতকাল রোববার বিকেলে উপজেলার বিএমচর ইউনিয়নের দুর্গম খঞ্জনীঘোনা গ্রামে উপকারভোগী পরিবার সদস্যের হাতে আনুষ্ঠানিকভাবে নতুন বাড়ির চাবি তুলে দেন ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের সচিব।

চকরিয়া উপজেলার বিএমচর ইউনিয়নের খঞ্জনীঘোনা এলাকায় নতুন বাড়ির চাবি বিতরণ উপলক্ষে আয়োজন করা হয় সুধী সমাবেশের।

ইউএনডিপির কান্ট্রি ডিরেক্টর মিস পৌলিন ট্যামেসিস এর সভাপতিত্বে অনুষ্ঠিত সুধী সমাবেশে প্রধান অতিথি ছিলেন ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের সচিব মো.শাহ কামাল।

বিশেষ অতিথি ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মো. রিয়াজ আহমেদ, কানাডিয়ান হাই কমিশনের কর্মসূচি প্রধান মিস্টার ডেনিয়েল লোটফি, ক্রিশ্চিয়ান এইড এর কান্ট্রি ডিরেক্টর সাকিব নবী, ইউএনডিপির আরলি রিকভারী ফেসিলিটির প্রধান মিস তানজিবা আবেরিন হক, চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ জাফর আলম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাহেদুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এসএম সিরাজুল ইসলাম আজাদ, নারী ভাইস চেয়ারম্যান শাফিয়া বেগম শম্পা, চকরিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.জহিরুল ইসলাম খান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান গিয়াস উদ্দিন চৌধুরী, মুক্তি কক্সবাজার অঞ্চলের প্রধান নির্বাহী বিমল চন্দ্র দে সরকার, সহকারী সমন্বয়কারী আহমেদ শরীফ, বিএমচর ইউপি চেয়ারম্যান আলহাজ বদিউল আলম, কোণাখালী ইউপি চেয়ারম্যান দিদারুল হক সিকদার।

এদিকে একইদিন দুপুরে চকরিয়া উপজেলা পরিষদ মিলনায়ন মোহনায় ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের সচিব মো. শাহ কামাল ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতরের মহাপরিচালক মো. রিয়াজ আহমেদ উপজেলা প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুধীজনের সঙ্গে মতবিনিময় সভা করেছেন।

সায়ীদ আলমগীর/এমএএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।