ঝালকাঠিতে ত্রিমুখী সংঘর্ষে কলেজছাত্র নিহত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ঝালকাঠি
প্রকাশিত: ১১:৩৬ পিএম, ২৬ জুন ২০২৩

ঝালকাঠিতে মোটরসাইকেল, রিকশা ও বাইসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে খালেদ কাজী রবিন নামে এক কলেজছাত্র  নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন। সোমবার (২৬ জুন) রাত ৯টার দিকে শহরের গোরস্থান মসজিদ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রবিন বাসন্ডা ইউনিয়নের চামটা এলাকার বাসিন্দা উমর কাজীর ছেলে। তিনি মোটরসাইকেল আরোহী ছিলেন। সরকারি কলেজে অনার্সের ছাত্র। কলেজগেট সংলগ্ন ভাড়া বাসায় সপরিবারে থাকতেন।

আহতরা হলেন মোটরসাইকেল আরোহী সিয়াম ও সাদী, রিকশা আরোহী মো. বেল্লাল মোল্লা ও বাইসাইকেল চালক মোশাররফ হোসেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ৯ টার দিকে গোরস্থান মসজিদ সংলগ্ন এলাকায় মোটরসাইকেল, রিকশা ও বাইসাইকেলের ত্রিমুখী সংঘর্ষ হয়।এ সময় মোটরসাইকেলের ৩ জন আরোহী, রিকশার একজন ও বাইসাইকেল চালক গুরুতর আহত হন। তাদের ঝালকাঠি সদর হাসপাতালে নিলে চিকিৎসকেরা উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। এদের মধ্যে সিয়াম ও রবিনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হলে পথে রবিন মারা যান।

ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দীন সরকার বিষয়টি নিশ্চিত করে বলেন, সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী রবিন নিহত হয়েছেন। আহতদের বরিশাল শেরে-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

আতিকুর রহমান/জেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।