গাইবান্ধায় পশুহাটে অতিরিক্ত হাসিল, জরিমানা ৪৫ হাজার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাইবান্ধা
প্রকাশিত: ০৯:০৮ এএম, ২৭ জুন ২০২৩
পশুহাটে অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় পশুহাটে অতিরিক্ত হাসিল আদায়ের অপরাধে দুজনকে ৪৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২৬ জুন) সন্ধ্যায় উপজেলার বেতকাপা ইউনিয়নের মাঠের বাজার পশুহাটে অভিযান চালিয়ে এ জরিমানা করেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) এসএম ফয়েজ উদ্দিন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, মাঠের বাজার পশুহাটে দীর্ঘদিন ধরে সরকারি দর গরু ৪০০ টাকা ও ছাগল ১৫০ টাকার স্থলে কয়েকগুণ বেশি হাসিল আদায় করা হচ্ছিল। ভুক্তভোগীদের অভিযোগের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত হাটে অভিযান পরিচালনা কর। এ সময় অভিযোগের সত্যতা মেলায় দুই হাসিল আদায়কারীকে ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম ফয়েজ উদ্দিন জাগো নিউজকে বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

শামীম সরকার শাহীন/এসজে/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।