না.গঞ্জে ২০ টন অবৈধ পলিথিন জব্দ


প্রকাশিত: ০২:০৭ পিএম, ১৪ মার্চ ২০১৬

নারায়ণগঞ্জের শহরের দিগুবাবুর বাজারে অভিযান চালিয়ে ২০ টন অবৈধ পলিথিন জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। পলিথিন মজুদ ও অবৈধ বিক্রির দায়ে বিক্রেতা অঞ্জন কুমার সাহাকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

সোমবার দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ফতুল্লা সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) নাহিদা বারিকের নেতৃত্বে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। এসময় পরিবেশ অধিদফতরের জেলা শাখার পরিদর্শক শেখ মুজাহিদসহ পুলিশ, র্যাব সদস্যরা উপস্থিত ছিলেন।

নগরীর দ্বিগুবাবুর বাজার এলাকার লিয়াকত হোসেন মার্কেটের নিচ তলায় নামবিহীন একটি পলিথিনের দোকানে এই অভিযান পরিচালনা করেন ফতুল্লা সার্কেল এসিল্যান্ড ও নির্বাহী  ম্যাজিস্ট্রেট নাহিদা বারিক।

নাহিদা বারিক জানান, নারায়ণগঞ্জের শহরের ঐতিহ্যবাহী দ্বিগুবাবুর বাজারে সরকারিভাবে নিষিদ্ধ পলিথিন মজুদ রেখে কয়েকজন ব্যবসায়ী বিক্রি করে আসছিল। এমন অভিযোগ পেয়ে সোমবার পরিবেশ অধিদফতরের কর্মকর্তাদের নিয়ে বাজারে অভিযান পরিচালনা করা হয়। এসময় লিয়াকত হোসেন মার্কেটের নিচ তলায় নামবিহীন অঞ্জন কুমার সাহার মালিকাধীন একটি দোকানে অভিযান চালিয়ে প্রায় ২০ টন পলিথিন জব্দ করা হয়।

পরে অবৈধ পলিথিন মজুদ রাখার অপরাধে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ সালের সংশোধনীয় ২০১০ সালে ৬ এর (ক) ধারায় অঞ্জন কুমারকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। আর জব্দকৃত ২০ টন পলিথিন পরিবেশ অধিদফতরের কাছে হস্তান্তর করা হয়।

তিনি আরো বলেন, সরকারিভাবে নিষিদ্ধ কোনো ব্যবসায়ী পলিথিন বিক্রি করছে এমন কোনো অভিযোগ পাওয়া গেলে তার বিরুদ্ধে জেল জরিমানাসহ কঠোর ব্যবস্থা নেয়া হবে।

শাহাদাত হোসেন/এআরএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।