মাদারীপুরের ৩০ গ্রামে ঈদ উদযাপন
সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে বুধবার (২৮ জুন) ঈদুল আজহা উদযাপন করেছেন মাদারীপুরের চার উপজেলার ৩০ গ্রামের প্রায় ৩০ হাজার মানুষ। জেলার বেশ কয়েকটি স্থানে ঈদের জামাত অনুষ্ঠিত হলেও প্রধান ও বড় জামাত অনুষ্ঠিত হয়েছে সদর উপজেলার তাল্লুক গ্রামের চরকালিকাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে।
বুধবার সকাল সোয়া ৯টায় অনুষ্ঠিত ঈদের প্রধান জামাত পড়ান চরকালিকাপুর ফরাজী বাড়ি জামে মসজিদের ইমাম মাওলানা আব্দুল ইদ্রিস। জামাত শেষে দেশের জনগণের জন্য দোয়া এবং একে অপরে কোলাকুলি করে ঈদের আনন্দ ভাগাভাগি করেন। এরপর আল্লাহকে খুশি করার জন্য কোরবানির নিয়মানুযায়ী যে যার মতো করে এক এক করে পশু কোরবানি দেন।

গ্রামবাসী সূত্রে জানা যায়, শরীয়তপুরের সুরেশ্বর দরবার শরিফের প্রতিষ্ঠাতা হজরত জান শরিফ শাহ্ সুরেশ্বরীর (রহ.) অনুসারীরা প্রায় দেড়শ’ বছর আগে থেকে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে রোজা রাখেন এবং ঈদুল ফিতর ও ঈদুল আজহা উদযাপন করে আসছেন।
এরই ধারাবাহিকতায় মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে মাদারীপুর সদর উপজেলার চরকালিকাপুর, মহিষেরচর, পূর্ব পাঁচখোলা, জাজিরা, কাতলা বাহেরচর, তাল্লুক, চরগোবিন্দপুর, পখিরা, খোয়াজপুর, দৌলতপুর, কালিকাপুর, হোসনাবাদ, রঘুরামপুর, আঙ্গুলকাটা, হাজামবাড়ি, বাহেরচর, কেরানীরবাট, কালকিনি উপজেলার রমজানপুর, কয়ারিয়া, রামারপুল, সাহেবরামপুর, আন্ডারচর, খাসেরহাট, শিবচর উপজেলার বিভিন্ন এলাকাসহ প্রায় ৩০টি গ্রামের মানুষ ঈদ উদযাপন করছেন।
আয়শা সিদ্দিকা আকাশী/এমএএইচ/জিকেএস